আব্দুল মান্নান, জাবি প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। প্রতিষ্ঠালগ্ন থেকেই জাবিসাসের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। জাবিসাস সাধারণ সম্পাদক মাহাবুব আলম স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে জানানো হয় – ‘গত ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত ও ২ মার্চ অনুষ্ঠিত সমিতির বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের মাধ্যমে জাবিসাস ‘কার্যকরী পরিষদ -২০২১’ নির্বাচন এর জন্য ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর অধ্যাপক ড. মোঃ মোতাহার হোসেন কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
অন্য দুই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন – প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. উম্মে সায়কা।
উল্লেখ্য – জাবিসাস কার্যকরী পরিষদ নির্বাচন- ২০২০ এ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোঃ খালেদ কুদ্দুস।