০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জাবিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল এবং পথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে শাখা ছাত্রলীগ। শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে অর্ধশতাধিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেড়-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খাবার বিতরণকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন,

“আজ শেখ রাসেলের জন্মদিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলও. সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। ১৯৭৫ এর সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি সেই সব দোষীদের প্রতি যারা ছোট্ট একটা নিষ্পাপ শিশুকেও ছাড় দেয়নি।”

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যা করা হয় শিশু রাসেলকেও। পাঁচ ভাইবোনের মধ্যে রাসেল ছিলেন সর্বকনিষ্ঠ।

ট্যাগ:

জাবিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করলো ছাত্রলীগ

প্রকাশ: ০১:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল এবং পথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে শাখা ছাত্রলীগ। শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে অর্ধশতাধিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেড়-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খাবার বিতরণকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন,

“আজ শেখ রাসেলের জন্মদিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলও. সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। ১৯৭৫ এর সব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি সেই সব দোষীদের প্রতি যারা ছোট্ট একটা নিষ্পাপ শিশুকেও ছাড় দেয়নি।”

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হত্যা করা হয় শিশু রাসেলকেও। পাঁচ ভাইবোনের মধ্যে রাসেল ছিলেন সর্বকনিষ্ঠ।


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34