আল রাহাত, বিশেষ প্রতিবেদক: মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইমতিয়াজ আবিরের তত্ত্বাবধানে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ নেতা কর্মীরা। এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য তানভীর হাসান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইরান মিয়া, সাংগাঠনিক সম্পাদক নোমান তালুকদার সহ ছাত্রলীগ কর্মী আশিক সহ আরো অনেকে।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইমতিয়াজ আবির বলেন,
“মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সবুজ বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশে মুজিব বর্ষের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল ও সার্থক করতে আমাদের এই উদ্যোগ। ইনশাআল্লাহ্ এ কর্মসূচি অব্যাহত থাকবে।”