১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‘OSB Fᴜɴᴅʀᴀɪꜱᴇʀ 2020’ তে রানার্সআপ জেইউডিএস।

নিজস্ব প্রতিবেদক: OSB Debating Club আয়োজিত ওপেন অনলাইন মিক্স আপ বিতর্ক প্রতিযোগিতা ‘OSB Fᴜɴᴅʀᴀɪꜱᴇʀ 2020’ তে রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি – জেইউডিএস। এ বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের সাবেক ও বর্তমান বিভিন্ন বিতার্কিকদের ২৬ টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় জেইউডিএস সংশপ্তক এর হয়ে বিতর্ক করেছেন ফারহান রহমান (আইবিএ-৪৫), তৌফিক আহমেদ অনিক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-৪৬) এবং মীর হাসিবুল হাসান রিশাদ (দর্শন-৪৭)। প্রতিযোগিতায় প্রিলিমিনারি ৪ রাউন্ডের প্রত্যেকটিতেই জয় লাভ করে টপ ব্রেক করার গৌরবও অর্জন করে জেইউডিএস সংশপ্তক।

বরাবরের মতোই জেইউডিএস সংশপ্তকের বিতার্কিকেরা এবারও করোনা মহামারীতে অসহায় মানুষদের কল্যাণে প্রাইজমানির সম্পূর্ণ অর্থ দান করে দিয়েছেন।

ট্যাগ:

‘OSB Fᴜɴᴅʀᴀɪꜱᴇʀ 2020’ তে রানার্সআপ জেইউডিএস।

প্রকাশ: ০৫:১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০

নিজস্ব প্রতিবেদক: OSB Debating Club আয়োজিত ওপেন অনলাইন মিক্স আপ বিতর্ক প্রতিযোগিতা ‘OSB Fᴜɴᴅʀᴀɪꜱᴇʀ 2020’ তে রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি – জেইউডিএস। এ বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের সাবেক ও বর্তমান বিভিন্ন বিতার্কিকদের ২৬ টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় জেইউডিএস সংশপ্তক এর হয়ে বিতর্ক করেছেন ফারহান রহমান (আইবিএ-৪৫), তৌফিক আহমেদ অনিক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-৪৬) এবং মীর হাসিবুল হাসান রিশাদ (দর্শন-৪৭)। প্রতিযোগিতায় প্রিলিমিনারি ৪ রাউন্ডের প্রত্যেকটিতেই জয় লাভ করে টপ ব্রেক করার গৌরবও অর্জন করে জেইউডিএস সংশপ্তক।

বরাবরের মতোই জেইউডিএস সংশপ্তকের বিতার্কিকেরা এবারও করোনা মহামারীতে অসহায় মানুষদের কল্যাণে প্রাইজমানির সম্পূর্ণ অর্থ দান করে দিয়েছেন।