নিজস্ব প্রতিবেদক: OSB Debating Club আয়োজিত ওপেন অনলাইন মিক্স আপ বিতর্ক প্রতিযোগিতা ‘OSB Fᴜɴᴅʀᴀɪꜱᴇʀ 2020’ তে রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি – জেইউডিএস। এ বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের সাবেক ও বর্তমান বিভিন্ন বিতার্কিকদের ২৬ টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় জেইউডিএস সংশপ্তক এর হয়ে বিতর্ক করেছেন ফারহান রহমান (আইবিএ-৪৫), তৌফিক আহমেদ অনিক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-৪৬) এবং মীর হাসিবুল হাসান রিশাদ (দর্শন-৪৭)। প্রতিযোগিতায় প্রিলিমিনারি ৪ রাউন্ডের প্রত্যেকটিতেই জয় লাভ করে টপ ব্রেক করার গৌরবও অর্জন করে জেইউডিএস সংশপ্তক।
বরাবরের মতোই জেইউডিএস সংশপ্তকের বিতার্কিকেরা এবারও করোনা মহামারীতে অসহায় মানুষদের কল্যাণে প্রাইজমানির সম্পূর্ণ অর্থ দান করে দিয়েছেন।