০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আম্ফানে ক্ষতিগ্রস্থদের পাশে জাবি শিক্ষার্থী সামিয়া

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সামিয়া হাসান লিতু সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানের ফলে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে ফান্ড কালেক্ট করে কাজ করে যাচ্ছে।

কঠিন সময়। দেশ তথা পৃথিবীর গভীরতম অসুখের বলিরেখা।কোভিড -১৯ এর সাথে আমফানের প্রকোপে বাংলাদেশের বেশ কিছু জেলা প্রায় ধ্বংস। আর্থিক সাহায্য তেমন করতে না পারলেও যতটুকু আছে তা দিয়েই লড়াই করে যাচ্ছে জাবি শিক্ষার্থী সামিয়া হাসান লিতু। প্রথমে সাহায্য চাইলেও খুব বেশি সাহায্য না পেয়ে একটা রেসিপির বই লিখে পিডিএফ করে বিক্রি শুরু করে। দাম মাত্র ২০ টাকা। তারপর জাবি ক্যাম্পাসের শিক্ষার্থী ও লেখক অরিত্র দাসের লেখা “বঙ্গবন্ধুর স্থায়ী আকাশ হওয়ার কথা ছিলো” নামে আরেকটি বই, আবদুল্লাহ মামুর নামে আরেক শিক্ষার্থীর আঁকা ছবি বিক্রি শুরু করে খুব স্বল্প মূল্যে। Copyright Naziul নামক একটি পেজ ত্রাণের জন্য ডিজিটাল আর্ট করতেও রাজি হয়েছে এবং করছে। এই সব কিছু বিক্রির টাকা যাচ্ছে সাতক্ষীরায় “The Platoon ” নামক একটি সংগঠনে। সামিয়া’র কাজে আরো যারা বিভিন্ন সময়ে সাহায্য করছে তারা হলেন শোভন, নাসির,রবিন,সৌম্য,সারিকা,আদিবা সহ তার ব্যাচের আরো অনেকেই।

উল্লেখ্য, চেনা অচেনা প্রায় প্রতিটি মানুষের সাহায্য করে এসেছে।ক্যাম্পাসে প্রায় সব সময়ই কারো না কারো সাহায্যের জন্য টাকা তুলেছে সামিয়া। ক্যাম্পাসে রিক্সা চালক থেকে যে কেউ যে কোন সময় সাহায্যের জন্য এসে কেউ ফিরে যায় নি।তাছাড়া গত (২০১৮ সালে) সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষার্থীর বাবার টাকা তুলতে ক্লান্ত হয়ে বোটানি ডিপার্টমেন্ট এর সামনে সেন্স হারিয়ে পড়ে গেলে মুখের কিছু অংশ কেটে যায়। সেখান থেকে তাকে নিয়ে আসে সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম আবর্তনের তুহিন ও তার বন্ধুরা।

এভাবেই মানবতার টানে সবাইকে সহযোগীতা করার জন্য এগিয়ে এসেছেন সামিয়া হাসান লিতু ।

সামিয়া বলেন,

“আমার কাছে এখনো অনেক শিক্ষার্থী আছে যাদের আর্থিক অবস্থা খারাপ। যদি সামর্থ্যবানরা এগিয়ে আসে তাহলে ভালো হবে। আর সবাই একটু সাহায্য করার মনোভাব তৈরী করলেই পৃথিবী সুন্দর হবে।”

ট্যাগ:

আম্ফানে ক্ষতিগ্রস্থদের পাশে জাবি শিক্ষার্থী সামিয়া

প্রকাশ: ০৫:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সামিয়া হাসান লিতু সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানের ফলে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে ফান্ড কালেক্ট করে কাজ করে যাচ্ছে।

কঠিন সময়। দেশ তথা পৃথিবীর গভীরতম অসুখের বলিরেখা।কোভিড -১৯ এর সাথে আমফানের প্রকোপে বাংলাদেশের বেশ কিছু জেলা প্রায় ধ্বংস। আর্থিক সাহায্য তেমন করতে না পারলেও যতটুকু আছে তা দিয়েই লড়াই করে যাচ্ছে জাবি শিক্ষার্থী সামিয়া হাসান লিতু। প্রথমে সাহায্য চাইলেও খুব বেশি সাহায্য না পেয়ে একটা রেসিপির বই লিখে পিডিএফ করে বিক্রি শুরু করে। দাম মাত্র ২০ টাকা। তারপর জাবি ক্যাম্পাসের শিক্ষার্থী ও লেখক অরিত্র দাসের লেখা “বঙ্গবন্ধুর স্থায়ী আকাশ হওয়ার কথা ছিলো” নামে আরেকটি বই, আবদুল্লাহ মামুর নামে আরেক শিক্ষার্থীর আঁকা ছবি বিক্রি শুরু করে খুব স্বল্প মূল্যে। Copyright Naziul নামক একটি পেজ ত্রাণের জন্য ডিজিটাল আর্ট করতেও রাজি হয়েছে এবং করছে। এই সব কিছু বিক্রির টাকা যাচ্ছে সাতক্ষীরায় “The Platoon ” নামক একটি সংগঠনে। সামিয়া’র কাজে আরো যারা বিভিন্ন সময়ে সাহায্য করছে তারা হলেন শোভন, নাসির,রবিন,সৌম্য,সারিকা,আদিবা সহ তার ব্যাচের আরো অনেকেই।

উল্লেখ্য, চেনা অচেনা প্রায় প্রতিটি মানুষের সাহায্য করে এসেছে।ক্যাম্পাসে প্রায় সব সময়ই কারো না কারো সাহায্যের জন্য টাকা তুলেছে সামিয়া। ক্যাম্পাসে রিক্সা চালক থেকে যে কেউ যে কোন সময় সাহায্যের জন্য এসে কেউ ফিরে যায় নি।তাছাড়া গত (২০১৮ সালে) সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষার্থীর বাবার টাকা তুলতে ক্লান্ত হয়ে বোটানি ডিপার্টমেন্ট এর সামনে সেন্স হারিয়ে পড়ে গেলে মুখের কিছু অংশ কেটে যায়। সেখান থেকে তাকে নিয়ে আসে সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম আবর্তনের তুহিন ও তার বন্ধুরা।

এভাবেই মানবতার টানে সবাইকে সহযোগীতা করার জন্য এগিয়ে এসেছেন সামিয়া হাসান লিতু ।

সামিয়া বলেন,

“আমার কাছে এখনো অনেক শিক্ষার্থী আছে যাদের আর্থিক অবস্থা খারাপ। যদি সামর্থ্যবানরা এগিয়ে আসে তাহলে ভালো হবে। আর সবাই একটু সাহায্য করার মনোভাব তৈরী করলেই পৃথিবী সুন্দর হবে।”