নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ৪৩ ব্যাচ ও শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম তামিমের ছোট ভাই মিরাজ হোসেন ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত এবং গত ১৬/১/২০১৯ থেকে এখন পর্যন্ত ইন্ডিয়ার টাটা মেডিকেল সেন্টারে ডা. জীবন কুমারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে ।
ইতিমধ্যে ১৭,২২,০০০ টাকা ব্যয় হয়েছে, যা শিক্ষার্থীর পরিবার সকল জায়গা জমি বিক্রয় করে এবং বিভিন্ন মাধ্যমে কালেকশন করে চিকিৎসা করে আসছে।
শিক্ষার্থীর ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা অনেক উন্নতি হয়েছে এবং স্বাভাবিক আছে, কিন্তু এখনো প্রায় ৪ লক্ষের অধিক টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা আর কোনভাবেই সম্ভব নয়!
বিশেষ করে এই করোনাকালীন সময়ে তার জন্য বিষয়টা খুবই জটিল হয়ে গেছে, আপাতত ভারত যেতে না পারায় বাংলাদেশ চিকিৎসা চলতেছে!
কিন্তু এটা খুবই ব্যয়বহুল এবং এখানে মেডিসিন এর মূল্য অনেক বেশি! তাছাড়াও এম্বুলেন্স এ যাতায়াতেও অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে।
মোঃ জহিরুল ইসলাম বলেন,
“আপনারা আমার ভাইকে বাঁচান, আপনার এবং আপনার পরিচিত কারো ” দান” যদি আমার ভাইয়ের জন্য প্রদান করেন, তাহলে হয়তো আমার ভাইয়ের চিকিৎসা শেষ করিয়ে আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবো! প্রায় শেষ পর্যায়ে এসে যদি অর্থের জন্য হেরে যায় সারাজীবন নিজেকে অপরাধী ভাই হিসেবে পরিচিত হয়ে থাকা লাগবে, আপনাদের সকলের নিকট আকুল আবেদন আমার ভাইয়ের বাকি চিকিৎসার জন্য আর একটু এগিয়ে আসুন।”
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ পারসোনালঃ ০১৯৩৩-১৬৪০৬৪, ০১৯৩৫-৫১৫২১৬
রকেট পারসোনালঃ ০১৯৩৩-১৬৪০৬৪০
নগদঃ ০১৯৩৫-৫১৫২১৬
ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বারঃ ২৬৪৬৩ ( ২০৫০১৭৫০২০২৬৪৬৩০৩) ঝিনাইদহ শাখা।