ফুলবাড়ীয়া প্রতিনিধি: শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান শিখরী ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জঙ্গলবাড়ী গ্রামে প্রতিষ্ঠিত গ্রাম পাঠাগার জঙ্গলবাড়ী বাতিঘর গৌরবময় অগ্রযাত্রার ৫ম বর্ষে পদার্পণ করলো। ২০১৬ সালের ২২ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলো পাঠাগারটি।
বিগত চার বছরের ধারাবাহিক সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যেই দেশ-বিদেশের মূলধারার গণমাধ্যমের দৃষ্টি কেড়েছে জঙ্গলবাড়ী বাতিঘর। ব্যতিক্রমী ও সংগ্রামী সমাজ সংস্কারক হিসেবে আশপাশের অঞ্চলে সুনাম কুড়িয়েছে। তেমনই ফুলবাড়ীয়া ও ত্রিশাল উপজেলায় অসংখ্য গ্রাম পাঠাগার তৈরীতে প্রজন্মের হৃদয়ে অনুপ্রেরণা যুগিয়েছে জঙ্গলবাড়ী বাতিঘর।
জঙ্গলবাড়ী বাতিঘরের ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন পাঠাগারের সভাপতি মেহেদী কাউসার ফরাজী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ফকির। তারা সকলের কাছে পাঠাগারের অগ্রযাত্রায় দোয়া কামনা করেছেন।
তবে, মহামারী করোনা ভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় জঙ্গলবাড়ী বাতিঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর সমস্ত আয়োজন স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাতিঘরের সভাপতি মেহেদী কাউসার ফরাজী।