বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শহরের নানা প্রান্তের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হয়েছে। বিদ্যমান করোনা মহামারী পরিস্থিতিতে ঘোষিত লকডাউনে এই অসহায় মানুষগুলোর পাশে দাড়ালেন তাঁরা।
প্রতি বছরই রমজান মাসে সারাদেশের নানা প্রান্তে ভার্তৃত্ব, বন্ধুত্ব ও সামাজিকতার বন্ধন অটূট রাখতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয়। প্রতি বছরই শত ব্যস্ততা ভুলে তাঁরা একটি দিন একসঙ্গে ইফতার মঞ্চে একত্রিত হতেন। কিন্তু বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে এই অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভবপর হচ্ছে না। তাই ব্যাচের সবার কাছ থেকে চাঁদা সংগ্রহের মাধ্যমে উক্ত দান কার্যক্রমটি সম্পন্ন করা হয়।
এ প্রসঙ্গে ময়মনসিংহ জিলা স্কুল এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থীরা জানান,
“মহামারী করোনার জন্য এ বছর স্কুলের ইফতার পুনর্মিলনী করতে না পারায়, সেই ইফতারের টাকা থেকে অসহায় মানুষদের জন্য আমাদের পক্ষ হতে ‘একগুচ্ছ ভালোবাসা’ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো এবং আমরা তা বাস্তবায়ন করে চলেছি। MZS_159_BATCH (এস.এস.সি-২০১২) শুধু একটি সংখ্যা নয় একটি পরিবার। ইফতার প্রোগ্রামটি ভেস্তে যাওয়ার পরও হতাশ না হয়ে সবাই মিলে আমরা খেটে খাওয়া মানুষের পাশে দাড়াতে পেরেছি, এটাই আমাদের বড় অর্জন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”