নিজস্ব প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব আয়োজিত আন্তঃক্লাব অনলাইন ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা ‘DIUDC Online BP Fundraiser 2020’ তে চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি – জেইউডিএস। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সর্বমোট ২৮ টি দল অংশগ্রহণ করে। বিগত ০৯ মে ২০২০ প্রতিযোগিতাটি শুরু হয়।
প্রতিযোগিতায় ‘জেইউডিএস সংশপ্তক’ নামে অংশ নেয়া দলের হয়ে বিতর্ক করেছেন ফারহান রহমান (আইবিএ-৪৫) এবং তৌফিক আহমেদ অনিক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-৪৬)। প্রতিযোগিতার ৬ রাউন্ডের প্রত্যেকটিতেই ‘জেইউডিএস সংশপ্তক’ প্রথম স্থান অর্জন করে। স্পিকার র্যাংকিংয়ে ফারহান ২য় এবং অনিক ৪র্থ।
ফাইনালে জেইউডিএস সংশপ্তকের প্রতিপক্ষ ছিলো ‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি – সিইউডিএস’ এর তিনটি দল। ৭-০ ব্যালটে বিতর্কে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তাঁরা। ডিবেটার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন ফারহান রহমান।
বিজয়ধারা অব্যহত রাখার ধারাবাহিকতায় জেইউডিএস এর কোচ নাসির উদ্দিন এর বক্তব্য,
“কোচ হিসেবে ৭ মাস আমি দায়িত্বে আছি,অনেক বেশি সময় দেয়া হয়নি। কিন্তু চেস্টা করেছি সবাই যাতে ফোকাস থাকে। মৌলিক বিষয়গুলো বুঝতে পারা, নীতিগত যুক্তিৱ ধারনা প্রদানকে আমি বেশি জোৱ দিয়েছি। তবে জাডস এৱ সাম্রতিক সফলতার সব কৃতিত্ব বিতার্কিকদেৱ। এৱা বিতর্কেৱ জন্যে অনেক সময় দিচ্ছে এবং নতুন কিছু শেখাৱ জন্য এদের ক্ষুধাটাই ওদের সফলতাৱ মূলে। আমি বিশ্বাস করি জাডস আগামি দিনে আৱো সাফল্য নিয়ে আসবে, এৱ জন্য আমিও অনেক চেস্টা করবো।”
এ প্রসঙ্গে জেইউডিএস এর সাধারণ সম্পাদক (প্রশাসন) রিফাত আকন্দ অন্তর বলেন,
“বিগত কয়েকটি প্রতিযোগিতার ধারাবাহিকতা মেনেই এবারও আমরা জয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের বিজয়ী সদস্যদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি পুরো জেইউডিএস পরিবারের পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতিতে সবারই যেহেতু ঘরে অবস্থান করাই শ্রেয়, আমরা চেষ্টা করছি যথাসম্ভব অনলাইন প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের মাধ্যমে আমাদের বিতার্কিকদের অনুশীলনের মধ্যে রাখতে এবং একটি সুস্থ ধারা বিরাজমান রাখতে। সবাই সচেতন থাকুন এবং স্ব স্ব ঘরে অবস্থান করুন। আমাদের জেইউডিএস পরিবারের জন্যেও সবাই দোয়া করবেন।”