গোবিন্দ মোদক, ক্যাম্পাস প্রতিনিধি: করোনা-মোকাবিলায় বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে পঠনপাঠন যাতে একেবারে থমকে না যায়, সে জন্য ‘অনলাইন ক্লাস’-এর ব্যবস্থা করেছে নানা প্রতিষ্ঠান। এ বার সেই পথে হাঁটল আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজেও। গত ২০ এপ্রিল, ২০২০, কলেজের অধ্যক্ষের জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। এরপর বিগত ২১ তারিখ থেকে অনলাইনেই ক্লাস নেয়া শুরু করেছে নানা বিভাগ। একই পথে রয়েছে কলেজের সমাজবিজ্ঞান বিভাগও।
এদিকে, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অনলাইন ক্লাসের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানা যায়। কেউ বলছেন কাজটি আরও আগে হলে ভালো হতো, আবার কেউবা বলছেন একবারে ঈদের পর থেকে কার্যক্রম শুরু করলে শ্রেয় হতো। কলেজের শিক্ষক-আধিকারিকেরা জানান, এ ভাবে ক্লাস আগে কখনও করাননি তাঁরা। সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা মোটামুটি নিয়মিতভাবে উল্লেখযোগ্য হারে ক্লাস আরম্ভ করেছেন বলে জানা গিয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, ক্যাম্পাসে নানা জেলা থেকে আগত পড়ুয়াও রয়েছেন। আপাতত হোস্টেল, মেছ সবই বন্ধ। তাই ‘লকডাউন’ শুরু হওয়ায় তাঁরা বাড়ি চলে গিয়েছেন। কিন্তু পড়াশোনা যাতে বন্ধ না থাকে, সে জন্যই অনলাইন ক্লাস শুরু করেছেন শিক্ষকেরা। তাঁরা জানান, প্রতিদিন গড়ে ৩-৫ টি করে ক্লাস হচ্ছে। এদিকে সমাজবিজ্ঞান বিভাগে প্রতিদিন গড়ে ১ টি করে ক্লাস হচ্ছে বলে সরেজমিনে দেখা গিয়েছে।
অনলাইন ক্লাসের ব্যাপারে সমাজবিজ্ঞান বিভাগের প্রধান জরিনা মজুমদারের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের প্রত্যাশা অনলাইন ক্লাস কলেজের পাঠদানের ক্ষেত্রে অভিনবত্ব ও নতুনত্ব নিয়ে আসবে। তিনি আশাবাদ ব্যাক্ত করেন শিক্ষার্থীরা যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতি বুঝতে শিখবে এবং যুগের অভিনবত্বের সঙ্গে পা ফেলবে। তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঘরে থাকবার আহ্বান জানান এবং সবার মঙ্গল কামনা করেন।