নিজস্ব প্রতিবেদক: মাত্র দুদিনের ব্যবধানে আরও একটি মুকুট যুক্ত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাফল্যের পালকে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব আয়োজিত আন্তঃক্লাব অনলাইন ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা ‘Pantheon 1.0′ তে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)। এর আগে গত ১৬ তারিখে বাংলা বিতর্কের ইতিহাসে দেশের প্রথম অনলাইন আন্ত: বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘Annashen Fundraiser IV 2020’ -এ চ্যাম্পিয়ন হয় তাঁরা।
জেইউডিএস সংশপ্তক’ নামে বিতর্কে অংশ নেয়া দলটির হয়ে বিতর্ক করেছেন ফারহান রহমান (আইবিএ-৪৫) এবং মীর হাসিবুল হাসান রিশাদ (দর্শন-৪৭)। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ৪০ টি ক্লাবের সর্বমোট ৫৬ টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ান হবার পথে জেইউডিএস পরাজিত করে শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি- স্কুল অব ডিবেট (শাস্ট এস ডি), জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) এবং কম্পোজিট।
বিদ্যমান করোনা মোকাবেলায় প্রাইজমানির সম্পূর্ণ অর্থই দান করেছে সংগঠনটি। এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক (প্রশাসন) রিফাত অন্তর বলেন,
“যেকোনো প্রতিযোগিতায় জয় লাভ আনন্দের জোগান দেয় এবং আমাদের প্রতিনিধি দল প্রতিটি জায়গায় জয় ছিনিয়ে আনছে, এজন্য আমরা গর্বিত। আমাদের দলের প্রত্যেক সদস্যই করোনা পরিস্থিতিতে স্ব স্ব অবস্থান থেকে মানুষকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আশা করি সামনেও আমাদের এ জয়যাত্রা অব্যহত থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”