নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের আক্রমণে দেশে বিদ্যমান অঘোষিত লকডাউন পরিস্থিতিতে সকলেই যখন মানসিকভাবে ভীত-সন্ত্রস্ত ও বিপর্যস্ত, তখন ভিন্নধর্মী এক আয়োজন করে আলোচনায় এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)। সামাজিক সংগঠন ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ এর ‘এক টাকায় আহার’ কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে জেইউডিএস তাঁর সদস্যদের নিয়ে ‘সিভিল ওয়ার’ নামক একটি অনলাইন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় সংগঠনের ৩০ জন বিতার্কিকের সমন্বয়ে গঠিত ১০ টি ভিন্ন ভিন্ন দল অংশ নেয়। অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে প্রতিটি দল রেজিস্ট্রেশন ফি হিসেবে “ঐচ্ছিক পরিমাণ” টাকা বিদ্যানন্দ ফাউন্ডেশনে প্রেরণ করে। গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘টিম হাল্ক’, যার সদস্য ছিলেন শোয়েব ইউলাদ, আবেশ জহির এবং নাফিস সাকিব। প্রতিযোগিতায় রানারআপ হয় ‘টিম আয়রনম্যান’, যার সদস্য ছিলেন, ফারহান রহমান, তানভীর অয়ন এবং সামিয়া আনিকা।
ফাইনালে নাফিস সাকিব শ্রেষ্ঠ বিতার্কিকের মর্যাদা লাভ করেন। এছাড়া টুর্নামেন্টে সেরা পাঁচ বিতার্কিক হয়েছেন যথাক্রমে, ফারহান রহমান, আহসানুর রহমান, মাহির প্রান্ত, মাহদী হাসান রুকাস এবং মীর হাসিবুল হাসান রিশাদ। আয়োজনটি সম্পর্কে জেইউডিএস এর সভাপতি আয়মান সাকিব নুহাশ জানান,
“এই বিপদের দিনেও জেইউডিএস এর সবাই একত্রিত হতে পেরেছি, সেটাই এই টুর্নামেন্টের অনেক বড় অর্জন। সংখ্যার হিসাবে আমাদের মোট ৩০ জন বিতার্কিক প্রতিটা দিন আমাদের সময় দিয়েছে। জেইউডিএস অনেক বড় একটি পরিবার এখন। জয়ী এবং বিজিত সবাইকে অনেক অভিনন্দন। এই কঠিন সময় পার করে, আমরা ভবিষ্যতে আরো বড় আয়োজনের মাধ্যমে সবাইকে আবারো একত্রিত করতে পারব এবং সে অবধি সকলেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন -এই আশাবাদ ব্যক্ত করছি।”