০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘বঙ্গবন্ধু পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-২০২০’ এর চ্যাম্পিয়ন জাডস

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-২০২০’ এ চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস)। ২৮ দলের এই টুর্নামেন্টে ফাইনালে জাডসের প্রতিপক্ষ ছিলো চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)।  ৩-০ ব্যালটে বিতর্কটি জয় লাভ করে জাডস। প্রতিযোগিতায় জাডসের হয়ে বিতর্ক করেন ফারহান রহমান (আইবিএ-৪৫), মাহির প্রান্ত (নৃবিজ্ঞান-৪৫) এবং তৌফিক আহমেদ অনিক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-৪৬)।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সেরা (ডিবেটার অফ দ্যা ফাইনাল) হয়েছেন মাহির প্রান্ত এবং টুর্নামেন্ট সেরা (ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট) হয়েছেন ফারহান রহমান। স্পিকার র‍্যাংকিয়ে মাহির প্রান্ত ৩য় এবং তৌফিক আহমেদ অনিক ৪র্থ স্থান দখল করেছেন।

জাডসের সাফল্যের ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক (প্রশাসন) রিফাত আকন্দ অন্তর বলেন,

“বছরের প্রথম বড় পর্যায়ের প্রতিযোগিতায়ই চ্যাম্পিয়ন খেতাব। এ বিজয় যেমন জাডস এর, তেমনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। জাডস যেনো জাবির জন্যে আরও শিরোপা নিয়ে আসতে পারে এবং ক্যাম্পাসের নাম উজ্জ্বল করতে পারে, এই দোয়া করবেন সকলে। ধন্যবাদ।”

ট্যাগ:
জনপ্রিয়

‘বঙ্গবন্ধু পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-২০২০’ এর চ্যাম্পিয়ন জাডস

প্রকাশ: ০৩:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-২০২০’ এ চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস)। ২৮ দলের এই টুর্নামেন্টে ফাইনালে জাডসের প্রতিপক্ষ ছিলো চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)।  ৩-০ ব্যালটে বিতর্কটি জয় লাভ করে জাডস। প্রতিযোগিতায় জাডসের হয়ে বিতর্ক করেন ফারহান রহমান (আইবিএ-৪৫), মাহির প্রান্ত (নৃবিজ্ঞান-৪৫) এবং তৌফিক আহমেদ অনিক (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-৪৬)।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সেরা (ডিবেটার অফ দ্যা ফাইনাল) হয়েছেন মাহির প্রান্ত এবং টুর্নামেন্ট সেরা (ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট) হয়েছেন ফারহান রহমান। স্পিকার র‍্যাংকিয়ে মাহির প্রান্ত ৩য় এবং তৌফিক আহমেদ অনিক ৪র্থ স্থান দখল করেছেন।

জাডসের সাফল্যের ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক (প্রশাসন) রিফাত আকন্দ অন্তর বলেন,

“বছরের প্রথম বড় পর্যায়ের প্রতিযোগিতায়ই চ্যাম্পিয়ন খেতাব। এ বিজয় যেমন জাডস এর, তেমনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। জাডস যেনো জাবির জন্যে আরও শিরোপা নিয়ে আসতে পারে এবং ক্যাম্পাসের নাম উজ্জ্বল করতে পারে, এই দোয়া করবেন সকলে। ধন্যবাদ।”