০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মুজিব বর্ষে মুয়েটের দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

ফাহিম আহম্মেদ মন্ডল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধিভূক্ত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে ‘ময়মনসিংহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল’য়ে (মুয়েট) রূপান্তরসহ মোট ১৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কলেজের শিক্ষার্থীরা। ২২ ফেব্রুয়ারী, ২০২০, শনিবার, ক্যাম্পাস সংলগ্ন ময়মনসিংহ- টাঙ্গাইল মহাসড়ক তথা রহমতপুর মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে ময়মনসিংহের সাথে স্থলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায় টাঙ্গাইল, জামালপুরসহ উত্তরবঙ্গের সকল জেলার। পরবর্তীতে পুলিশ এবং ময়মনসিংহ সদর থানার ইউএনও’র অনুরোধে সেদিনকার মতো রাজপথ ছাড়েন শিক্ষার্থীরা।

মুয়েট

আজ ২৩ ফেব্রুয়ারী, রবিবার, আবারও কলেজ প্রাঙ্গনে মহাসড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়,

২০০৭ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। পর্যাপ্ত সীট না থাকায় শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছেন। শিক্ষার্থীদের জরুরী মুহূর্তে সাহায্য করার মতো কোনো মেডিকেল টীম যেমন নেই, তেমনই রয়েছে শিক্ষক সংকটও! একই সঙ্গে অভিযোগ রয়েছে কলেজের অধ্যক্ষ ময়মনসিংহ পলিট্যাকনিক ইনস্টিটিউটেও অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন! তাছাড়া ঢাবির অন্তর্ভূক্ত কলেজ হওয়ায় পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে ফলাফল প্রদান অবধি সকল প্রক্রিয়াই জটিলতায় পূর্ণ। ফলে শিক্ষার্থীরা সেশন জটে পড়ছেন। তাই কলেজটিকে দ্রুততার সঙ্গে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে (মুয়েট) রূপান্তরের দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।

দাবি আদায়ের আগ মুহূর্ত পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে।

ট্যাগ:

মুজিব বর্ষে মুয়েটের দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

প্রকাশ: ০৫:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০

ফাহিম আহম্মেদ মন্ডল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধিভূক্ত ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে ‘ময়মনসিংহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল’য়ে (মুয়েট) রূপান্তরসহ মোট ১৫ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কলেজের শিক্ষার্থীরা। ২২ ফেব্রুয়ারী, ২০২০, শনিবার, ক্যাম্পাস সংলগ্ন ময়মনসিংহ- টাঙ্গাইল মহাসড়ক তথা রহমতপুর মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে ময়মনসিংহের সাথে স্থলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায় টাঙ্গাইল, জামালপুরসহ উত্তরবঙ্গের সকল জেলার। পরবর্তীতে পুলিশ এবং ময়মনসিংহ সদর থানার ইউএনও’র অনুরোধে সেদিনকার মতো রাজপথ ছাড়েন শিক্ষার্থীরা।

মুয়েট

আজ ২৩ ফেব্রুয়ারী, রবিবার, আবারও কলেজ প্রাঙ্গনে মহাসড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়,

২০০৭ সালে কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। পর্যাপ্ত সীট না থাকায় শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছেন। শিক্ষার্থীদের জরুরী মুহূর্তে সাহায্য করার মতো কোনো মেডিকেল টীম যেমন নেই, তেমনই রয়েছে শিক্ষক সংকটও! একই সঙ্গে অভিযোগ রয়েছে কলেজের অধ্যক্ষ ময়মনসিংহ পলিট্যাকনিক ইনস্টিটিউটেও অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন! তাছাড়া ঢাবির অন্তর্ভূক্ত কলেজ হওয়ায় পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে ফলাফল প্রদান অবধি সকল প্রক্রিয়াই জটিলতায় পূর্ণ। ফলে শিক্ষার্থীরা সেশন জটে পড়ছেন। তাই কলেজটিকে দ্রুততার সঙ্গে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে (মুয়েট) রূপান্তরের দাবিতে আন্দোলনে নেমেছেন তাঁরা।

দাবি আদায়ের আগ মুহূর্ত পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে।