নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ১৭ ফেব্রুয়ারী ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থী মারধরের ঘটনায় অভিযোগকারী আদনান সাকিব (বিআইসিএলসি ৪৮ ব্যাচ) এর বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী ফাতেমা বাহ্নী রোজা।
প্রক্টর বরাবর লিখিত অভিযোগে বলা হয়, ফাতেমা বাহ্নী রোজা এবং শামীম সিকদারকে দূর থেকে আদনান সাকিব ফ্যানের সুইচ বন্ধ করতে বলার পরও সুইচ বন্ধ না করায় আদনান সাকিব ক্ষিপ্ত হয়ে শামীম সিকদারকে ধাক্কা দেয় এবং তাদের দিকে চেয়ার ছুড়ে মারে। এতে ফাতেমা বাহ্নী রোজা পায়ে আঘাতপ্রাপ্ত হন।
এ প্রসঙ্গে ফাতেমা বাহ্নীর ভাষ্য,
“দূর থেকে ইশারা করার কারণে আমি ঠিক বুঝতে পারিনি তিনি (আদনান) আসলে কী বলতে চেয়েছেন। কিছুক্ষণ পর ওই ছেলে নিজে এসে ফ্যানের সুইচ বন্ধ করে এবং আমার কাছে কর্কশ ভাষায় জানতে চায় আমি কেন সুইচ বন্ধ করিনি। এ নিয়ে সে উচ্চবাচ্য করতে থাকে, ও আমাকে ধাক্কা দেয়, ও চেয়ার ছুড়ে মারে, আমার কথা-কাটাকাটি হয়। আমার সঙ্গে থাকা আমার বন্ধুকেও লাঞ্চিত করে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন,
‘আমরা দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে এ ব্যাপারে’।