নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জাডস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০১৯-২০ সেশনে এক বছরের জন্য দায়িত্ব পালন করতে চলা নতুন এ কার্যকরী পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী আয়মান সাকিব আহমেদ নুহাশ, সহ-সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের ৪৪ তম আবর্তনের রিদওয়ান মোস্তফা শিহাব, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী রিফাত আকন্দ অন্তর (প্রশাসন) এবং ৪৪ তম আবর্তনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান রুকাস (বিতর্ক)। ২০১৮-১৯ সেশনে দায়িত্ব পালন করা বিদায়ী পর্ষদের শেষ সাধারণ সভায় এই ঘোষণা দেয়া হয়। বিদায়ী পর্ষদের দপ্তর সম্পাদকের বরাতে দেয়া একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
কার্যকরী পর্ষদে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৪৫ তম আবর্তনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহির আসিফুর রহমান প্রান্ত (প্রশাসন), একই আবর্তনের অর্থনীতি বিভাগের নাফিস ফেরদৌস সাকিব (বিতর্ক), সাংগঠনিক সম্পাদক পদে ইংরেজি বিভাগের ৪৪ তম আবর্তনের সাবিদ মাহমুদ শাওন, দপ্তর সম্পাদক হিসেবে আইবিএ ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী নাজমুস সাকিব।
জাডসের সদ্য সাবেক সভাপতি পাভেল রহমান নতুন কার্যনির্বাহী পর্ষদকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, নতুন পর্ষদ জাডসের গৌরব ধারা অব্যাহত রাখবে। তিনি আরও যোগ করেন,
“জাডস বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে যাবে যা বিতার্কিক এবং সকলকে একটি যৌক্তিক পৃথিবীর দিকে ধাবিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরোও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে সহায়তা করবে।”
জাডসের সদ্য সাবেক সাধারণ সম্পাদক স্বাগতম সাহা নীল (প্রশাসন) নতুন পর্ষদকে অভিনন্দন জানিয়ে আশবাদ ব্যাক্ত করেন যে নতুন নেতৃত্ব জাডসের যুক্তিযোদ্ধাদের গৌরবের নতুন পথে ধাবিত করবে।