নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগারের ৩য় বর্ষপূর্তী ও গ্রন্থাগারের অন্যতম উপদেষ্টা মোঃ মুজিবর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ইং বিকাল ৪.০০ ঘটিকায় সভাপতির সূচনা বক্তব্যের মাধ্যমে গ্রন্থাগার কার্যালয়ে এ অনুষ্ঠানের শুরু হয়। গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আসাদুজ্জামান আকন্দ, আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ আব্দুল হাকিম, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ গোলাম ফারুক, আছিম পাটুলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ তাওহীদুল ইসলাম, জঙ্গলবাড়ি বাতিঘরের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হোসাইন ফিরদাউস, তারুণ্য দীপ্ত ছাত্র সংঘের সভাপতি তানভীর আকন্দ, ড্রীম স্কোয়ান্ডার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান জয়, জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সহ-সভাপতি শোয়াইব হাসান শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান শুভ প্রমুখ।
অন্যান্যদের সাথে এসময় আরো উপস্থিত ছিলেন জাগ্রত আছিম গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মোজাম্মেল হক, আছিম পাটুলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ দিদারুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া ইয়াছমিন সুপ্তা, তিতারচালা হিলফুল ফুজুল শান্তি সংঘের সহঃ অর্থ সম্পাদক আলিম ইকবাল, তারুণ্য দীপ্ত ছাত্র সংঘের সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম আখলাক, জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, সহঃ দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপ প্রচার সম্পাদক আল আমিন শাহপরান দৌলত, কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম জুয়েল, তৌহিদুর রহমান পরাগ প্রমুখ।
শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আসাদুজ্জামান আকন্দ বলেন, “মোঃ মুজিবর রহমান খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সকল ধরণের সামাজিক কাজে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। জাগ্রত আছিম গ্রন্থাগার প্রতিষ্ঠা থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি গ্রন্থাগারের জন্য কাজ করে গেছেন।” এছাড়াও তিনি জাগ্রত আছিম গ্রন্থাগারের সকল শ্রেণির পাঠককে বই পড়তে উৎসাহিত করেন।
আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ আব্দুল হাকিম বলেন,
“১৯৭৫ সালে আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে মোঃ মুজিবর রহমানের সাথে আমার বন্ধুত্ব। এরপর আমরা কলেজেও একসাথে পড়েছি। ১৯৯২/৯৩ সালের দিকে মুজিবর রহমান আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। তখন আমি নতুন স্কুলে জয়েন করেছি। ওর সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।”
জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সহ-সভাপতি শোয়াইব হাসান শিবলী বলেন,
“বই পড়, নিজেকে জানো” স্লোগানকে ধারণ করে একটি আলোকিত সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছে জাগ্রত আছিম গ্রন্থাগার। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা তিনটি বছর সফলতার সাথে অতিক্রম করতে পেরেছি। ভবিষ্যৎ পথচলায় সকলকে পাশে চাই।”
আলোচনা সভা ও দোয়া মাহফিল এর সভাপতি মোঃ হুমায়ুন কবির বলেন,
“মোঃ মুজিবর রহমান এর বাসা থেকে ২ টি টেবিল নিয়েই জাগ্রত আছিম গ্রন্থাগারের পথচলা শুরু হয়। এরপর থেকে গ্রন্থাগারের সকল কাজে তিনি সামনে থেকে দিক নির্দেশনা প্রদান করেছেন। উনার মৃত্যুতে জাগ্রত আছিম গ্রন্থাগার অভিভাবক শূণ্য হয়ে পরেছে।”
আলোচনার পর জাগ্রত আছিম গ্রন্থাগারের উত্তরোত্তর সফলতা এবং গ্রন্থাগারের অন্যতম উপদেষ্টা মোঃ মুজিবর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আছিম জামিয়া মাদানিয়া কওমী মাদ্রাসার পরিচালক মুফতি আমিনুল ইসলাম। উল্লেখ্য, মোঃ মুজিবর রহমান গত ৩০ জানুযারী, ২০২০ইং ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ০১ ফেব্রুয়ারি, ২০২০ইং আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনার দাফন সম্পন্ন করা হয়।