০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জাবিতে এফইবির সভাপতি আরিয়ানা সম্পাদক সাব্বির

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস ও কমিউনিকেশন ক্লাব, ফোরাম অফ ইন্ট্রাপ্রেনরশিপ অ্যান্ড বিজনেসের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স ও ব্যাংকিং বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী আরিয়ানা হক এবং সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী সাব্বির হোসেন।

এফইবি-জেইউ’র উপদেষ্টা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ নুরুজ্জামান রুবেলের সার্বিক তত্ত্বাবধানে কার্যনির্বাহী নির্বাচন বোর্ডের প্রধান মোহাম্মদ জাবির হক উক্ত কমিটি ঘোষনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, এফইবি-জেইউ এর প্রতিষ্ঠাকালীন সদস্য আবু সায়েম রিমন, সাদমান সবুর সৌরভ, মোঃ মঞ্জুরুল হোসেন, নাওরিন মাহমুদ আন্নি ও সৈয়দ আশরাফ আলী।

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৫তম আবর্তনের দুই শিক্ষার্থী রাকিব হাসান (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ও প্রিথু ভৌমিক (এক্সটারনাল অ্যাফেয়ার্স)। এছাড়া কোষাধ্যক্ষ ও যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, শাকিলা জাহান সায়মা (ফাইনান্স ও ব্যাংকিং ৪৫) ও আফরিন জাহান প্রেমা (মার্কেটিং ৪৫)।

কমিটিতে আরও আছেন, তাসফিয়া আফরিন ফারিয়া (সহ-কোষাধ্যক্ষ), আরাফ আরেফিন রাপ্তি (হেড অফ এডমিনস্ট্রেশন), আশফাকুর রাহমান (হেড অফ অপারেশনস), তৌফিক ইবনে আজিজ (হেড অফ কমিউনিকেশন) ও শায়লা মাহজাবিন অদিতি (হেড অফ প্রমোশন)।

এছাড়াও কমিটিতে কার্যকারী সদস্য হিসাবে রয়েছেন, রুহাইনুল ইসলাম ইমন (এডমিনস্ট্রেশন), সেঁজুতি ইয়াসমিন মীম (এডমিনস্ট্রেশন), মোঃ সাইফুল ইসলাম (এডমিনস্ট্রেশন), আফসানা মিমি (অপারেশনস), রেদওয়ান রাহাত রাকীন (অপারেশনস), ইসমাইল হোসেন বাকী (অপারেশনস), ইসরাত জেরিন মাহমুদ (কমিউনিকেশন), তিলোত্তমা খান রাজিব (কমিউনিকেশন), নুঝহাত নাঈমা প্রমি (কমিউনিকেশন), কাজী মাহফুজুল ইসলাম (প্রমোশন), তৌসিফ ওয়াহিদ তানিম (প্রমোশন) এবং তৌফিক আহমেদ অনীক (প্রমোশন)।

এসময় ক্লাবটির সদ্যবিদায়ী সভাপতি সাইফ ইকবাল অমিত, সহ-সভাপতি রাগীব হাসান রাফা ও সাধারন সম্পাদক সাইদুর রহমান নতুনদের উদ্দ্যেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। সমাপনী বক্তব্যে সাইফ ইকবাল অমিত বলেন,

“২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে, এফইবি-জেইউ ক্যাম্পাসে এখন একটি প্রতিষ্ঠিত নাম। গত ৫ বছরে আমারা অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজেকের এই অবস্থানে এসেছি। নতুন কমিটির কাছে তাই প্রত্যাশাও অনেক বেশি। নতুনদের নেতৃত্বে ও সকলের সার্বিক সহযোগিতায় আমরা এফইবিকে দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই।”

ট্যাগ:

জাবিতে এফইবির সভাপতি আরিয়ানা সম্পাদক সাব্বির

প্রকাশ: ১১:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস ও কমিউনিকেশন ক্লাব, ফোরাম অফ ইন্ট্রাপ্রেনরশিপ অ্যান্ড বিজনেসের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স ও ব্যাংকিং বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী আরিয়ানা হক এবং সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী সাব্বির হোসেন।

এফইবি-জেইউ’র উপদেষ্টা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ নুরুজ্জামান রুবেলের সার্বিক তত্ত্বাবধানে কার্যনির্বাহী নির্বাচন বোর্ডের প্রধান মোহাম্মদ জাবির হক উক্ত কমিটি ঘোষনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, এফইবি-জেইউ এর প্রতিষ্ঠাকালীন সদস্য আবু সায়েম রিমন, সাদমান সবুর সৌরভ, মোঃ মঞ্জুরুল হোসেন, নাওরিন মাহমুদ আন্নি ও সৈয়দ আশরাফ আলী।

উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৫তম আবর্তনের দুই শিক্ষার্থী রাকিব হাসান (ইন্টারনাল অ্যাফেয়ার্স) ও প্রিথু ভৌমিক (এক্সটারনাল অ্যাফেয়ার্স)। এছাড়া কোষাধ্যক্ষ ও যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, শাকিলা জাহান সায়মা (ফাইনান্স ও ব্যাংকিং ৪৫) ও আফরিন জাহান প্রেমা (মার্কেটিং ৪৫)।

কমিটিতে আরও আছেন, তাসফিয়া আফরিন ফারিয়া (সহ-কোষাধ্যক্ষ), আরাফ আরেফিন রাপ্তি (হেড অফ এডমিনস্ট্রেশন), আশফাকুর রাহমান (হেড অফ অপারেশনস), তৌফিক ইবনে আজিজ (হেড অফ কমিউনিকেশন) ও শায়লা মাহজাবিন অদিতি (হেড অফ প্রমোশন)।

এছাড়াও কমিটিতে কার্যকারী সদস্য হিসাবে রয়েছেন, রুহাইনুল ইসলাম ইমন (এডমিনস্ট্রেশন), সেঁজুতি ইয়াসমিন মীম (এডমিনস্ট্রেশন), মোঃ সাইফুল ইসলাম (এডমিনস্ট্রেশন), আফসানা মিমি (অপারেশনস), রেদওয়ান রাহাত রাকীন (অপারেশনস), ইসমাইল হোসেন বাকী (অপারেশনস), ইসরাত জেরিন মাহমুদ (কমিউনিকেশন), তিলোত্তমা খান রাজিব (কমিউনিকেশন), নুঝহাত নাঈমা প্রমি (কমিউনিকেশন), কাজী মাহফুজুল ইসলাম (প্রমোশন), তৌসিফ ওয়াহিদ তানিম (প্রমোশন) এবং তৌফিক আহমেদ অনীক (প্রমোশন)।

এসময় ক্লাবটির সদ্যবিদায়ী সভাপতি সাইফ ইকবাল অমিত, সহ-সভাপতি রাগীব হাসান রাফা ও সাধারন সম্পাদক সাইদুর রহমান নতুনদের উদ্দ্যেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। সমাপনী বক্তব্যে সাইফ ইকবাল অমিত বলেন,

“২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে, এফইবি-জেইউ ক্যাম্পাসে এখন একটি প্রতিষ্ঠিত নাম। গত ৫ বছরে আমারা অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজেকের এই অবস্থানে এসেছি। নতুন কমিটির কাছে তাই প্রত্যাশাও অনেক বেশি। নতুনদের নেতৃত্বে ও সকলের সার্বিক সহযোগিতায় আমরা এফইবিকে দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে দেখতে চাই।”