নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “জে.ইউ. আর্থ সোসাইটি” কর্তৃক আয়োজিত বার্ষিক সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান। গত ৩০ এপ্রিল ক্যাম্পাসের নতুন কলা ভবনে (মঙ্গলবার) আয়োজনটি সম্পন্ন করা হয়।
অনুষ্ঠান শেষে নতুন কমিটি ঘোষণা করেন, মোজাম্মেল আহমেদ তানভী ও নয়ন খান। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্যাম্পাসের ৪৩ তম আবর্তনের পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্রী অনিমা বাড়ৈও এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন ক্যাম্পাসের ৪৪ তম আবর্তনের দর্শন বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান রিজভী।
সামগ্রিক ভাবে ৩২ সদস্য বিশিষ্ট একটি সক্রিয় কমিটি ঘোষণা করা হয়।
কমিটির বাকি সদস্যদের মধ্যে সহ-সভাপতি দায়িত্ব নেন হিসেবে সাদিয়া আফরিন, মান্নান আহমেদ, শাহরিয়ার হৃদয়, শফিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন নুসরাত, আসমা, নাহিয়ান, সিফাত, রুপক, মাহির।
এছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রায়হান মুজিব উৎপল, দপ্তর সম্পাদক হিসেবে খাদিজা আক্তার, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম ফয়সাল, সেমিনার বিষয়ক সম্পাদক সাদিয়া নুর ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আহমদউল্লাহ সজল এর নাম ঘোষণা করা হয়।