নিজস্ব প্রতিবেদক: ২৪ জানুয়ারি, ২০২০, শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’-এর সাংস্কৃতিক অনুষ্ঠান “গোধূলির ওপারে” । গঁৎবাধা অনুষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে প্রথমবারের মত ভিন্ন ধারার আয়োজনের উদ্দেশ্যে এটি মুরাদ চত্বরে পালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা আহমেদ রেজা।
অনুষ্ঠানটি সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি নাফিস জামাল অর্ণব (ইংরেজি বিভাগ), সহ-সভাপতি সুদীপ্ত মুখোপাধ্যায় (ইংরেজি বিভাগ) সহ অন্যান্য নবীন-প্রবীণ সদস্য, সেই সাথে কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোঃ আশরাফুল হক (ইংরেজি বিভাগ), সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য আশিক রহমান রিকি (নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং রেজোয়ানুল ইসলাম (সাংবাদিকতা বিভাগ) এর উপস্থিতিতে জমকালোভাবে পালিত হয়৷
অনুষ্ঠানের অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত উদীয়মান সংগীত শিল্পী শাহীনুর ইসলাম শাওন। সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আহমেদ রেজা “রিদমের” সকল সদস্যকে শুভ কামনা ও ভবিষ্যতে আরো অনেক সুস্থ্ সাংস্কৃতিক চর্চার অনুপ্রেরণা দান করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ তাদের যাত্রা শুরু করেছিলো ১৪ নভেম্বর, ২০১৬। জাবি টি.এস.সি.-এর ১০ নং কক্ষে প্রতি রবি, মঙ্গল ও বুধবারে সংগীত চর্চার পাশাপাশি আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক বিষয় চর্চা করা হয়। এই আয়োজনে সঙ্গী হয়েছিলো অসংখ্য ছাত্রছাত্রীসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো।
সব শেষে অনুষ্ঠানে রিদমের সভাপতি নাফিস জামাল অর্ণব নাতিদীর্ঘ বক্তৃতা দেন। উদীয়মান সংগঠনটির ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয়ে ওঠে, নবীন শিল্পীরা যেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্দীপনার সাথে অংশগ্রহণ করতে পারে, এজন্য ‘রিদম’ পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা চান সভাপতি। এই ঘোষণার পর সকলের জন্য মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷