ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, আব্দুল্লাহ আল শান্ত: গত ০৬ ও ০৭ এপ্রিল, ২০১৯ ইং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো, “তারুণ্যের গণতন্ত্র বিতর্ক উৎসব” শীর্ষক ময়মনসিংহ বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। Democracy International, USAID এবং UKAID এর সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২টি বিতার্কিক দল, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের বিতার্কিক দল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল, আনন্দমোহন কলেজের বিতার্কিক দল এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিতার্কিক দল।
০৬ এপ্রিল বিতর্কের ট্যাব রাউন্ডে এই প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং টিম ও আনন্দমোহন কলেজ ডিবেট টিমকে হাড়িয়ে ফাইনালে উঠার গৌরব লাভ করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেট সোসাইটি টিম। ০৭ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হওয়া ফাইনালে ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেট টিমকে হারিয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেট সোসাসিটি চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ।
পুরো টুর্নামেন্টের সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের মোঃ তুষার হাসান। ইঞ্জিনিয়ারিং কলেজ ডিবেট ক্লাবের পৃষ্ঠপোষকতায় ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুস সত্তার টিটু, প্রভাষক মোঃ সালাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৭ম ব্যাচের রাকিব, বিল্লাল, খালিদ সহ প্রমূখ।