পবিপ্রবি থেকে আশিকুর রহমান তুহিন: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘এক টাকার বিরিয়ানি’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইতিহাসের গৌরবময় এ দিনটিকে ভিন্ন আঙ্গিকে পালন করতে মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়। এক টাকার বিনিময়ে এসব শিশুদের জন্য ইচ্ছা ও প্রয়োজনমত বিরিয়ানি’র ব্যবস্থা করা হয়। প্রায় দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশু এই কর্মসূচীর আওতায় নাম মাত্র মূল্যে মুখরোচক খাবার পায়।
উক্ত কার্যক্রমের উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী রবিউল ফয়সাল নাঈম বলেন,
“সুবিধা বঞ্চিত এসব শিশুদের মুখে সামান্য একটু হাসি ফোটানোর জন্যই আমাদের এই আয়োজন এবং আগামীতে এ ধরনের মানবিক কার্যক্রমে সকলের সহযোগীতা কাম্য।”
এছাড়াও শিশুদের মাঝে কলম, খাতা, পেন্সিল, স্কেল, রং পেন্সিল ইত্যাদি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীরা উক্ত কর্মসূচীর বাস্তবায়নে অর্থ সংগ্রহ, খাবার তৈরী, বিতরণ, সামিয়ানা সাজানো সহ বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে।
তাদেরই একজন, স্বেচ্ছাসেবায় দায়িত্বপ্রাপ্ত কৃষি অনুষদের শিক্ষার্থী জয় সরকার জানান,
“এসব মানবিক কাজে অংশগ্রহণ করার তৃপ্তি ভাষায় প্রকাশ করার মতো নয় এবং এ সকল সুবিধা বঞ্চিত শিশুরা আমাদের ভাই বোনের মতো, এদের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।”