নিজস্ব প্রতিবেদক: গতকাল (১৮ জানুয়ারি, ২০২০ইং) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগারে যুক্ত হয়েছে ৫ ফুট বাই ৬ ফুট দৈর্ঘ্য প্রস্থের একটি নতুন বুকশেলফ। গত ডিসেম্বরে গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ এর একটি ফেসবুক পোস্ট থেকে অবগত হয়ে “হাজী ইঞ্জিনিয়ার ইসহাক ফাউন্ডেশন” এর পক্ষ থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা, পরিচালক মোঃ শাহজাহান সিরাজ বুকশেলফটি প্রদান করেন।
এ বিষয়ে জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ বলেন,
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, এস.বি গ্রুপের এজিএম ও তিতারচালা বাইতুন নূর শক্তি ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শাহজাহান সিরাজ উনার পিতার নামে এই ফাউন্ডেশন গড়ে তুলেছেন। শাহজাহান সিরাজ এর প্রতি জাগ্রত আছিম গ্রন্থাগারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
বুকশেলফ প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, এল.জি.ই.ডি এর সাবেক কর্মকর্তা আলহাজ্ব মোঃ ইসহাক আলী সাহেব, জাগ্রত আছিম গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মুজিবর রহমান ও জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক মেহেদী হাসান আকাশ, উপ প্রচার সম্পাদক আল আমিন শাহ-পরান দৌলত, কার্যকরী সদস্য তৌহিদুর রহমান পরাগ ও মোঃ আরাফাত রহমান। আছিম যুব সমাজ কল্যাণ ক্লাব ও আছিম বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ইসহাক আলী সাহেব এসময় গ্রন্থাগারের বিভিন্ন কাজের খুঁজ খবর নেন এবং সবসময় গ্রন্থাগারের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।