তামীম বিন আহম্মেদ, মেক প্রতিনিধিঃ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৬.০৩.১৯) দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টায় কলেজের শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কলেজের মাঠে আন্তঃহল ভলিবল খেলার আয়োজন করা হয়। খেলায় অমর একুশে হল জয়লাভ করে।
সকাল ৯ টায় সিএসই ভবনে “স্বাধীনতা দিবসের তাৎপর্য ” বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতঃপর ক্যাম্পাসের অডিটোরিয়ামে ২ দিন ব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে বিতর্কের বিষয় ছিল, “সম্পদের অপ্রতুলতা নয়, দূর্নীতিই আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধক“। এতে পক্ষ অবলম্বনকারী দল জয়লাভ করে যার সদস্যবৃন্দ ছিলেন, ইসনাত জাহান ইভা, ইসরাত জাহান জেনিন এবং পূজা রাণী সাহা।
অতঃপর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোরাদ হোসেন মোল্যা বলেন,
“আজকের এই প্রাণোচ্ছল বিতর্ক দেখে আমি অভিভূত। ভবিষ্যতেও পড়ালেখার বাইরে এসকল কার্যক্রম আয়োজন অব্যহত থাকবে।”
এছাড়াও তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। এছাড়াও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ছাত্রনেতা মোঃরাকিবুল ইসলাম(রাকিব)। সর্বশেষ দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।