০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে রহমতগঞ্জের হয়ে খেলবেন জাবির কিরণ

আব্দুল মান্নান, জাবি প্রতিনিধি: মাহমুদুল হাসান কিরণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ তম ব্যাচ) একজন শিক্ষার্থী। পৈত্রিক নিবাস শেরপুর হলেও তার দ্বিতীয় বাড়ি হিসেবে পরিচিত জাবির আ ফ ম কামালউদ্দিন হল।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি দারূণ ঝোক ছিল তার। সেই ইচ্ছাশক্তি থেকেই ২০১২ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৭ম শ্রেণীতে ভর্তি হন।

সূর্যের কিরণের মত নিজের নামের প্রতিফলন ঘটাতে আর পিছনে ফিরে তাকাতে হয় নি তাকে।
২০১২ সালে নির্বাচিত হন “এয়ারটেল রাইজিং স্টার”। এয়ারটেল রাইজিং সটার হওয়ার সুবাদে ম্যানচেষ্টার ইউনাইটেডে অনুশীলন করার সুযোগ পান কিরণ।

২০১৭ সালে তিনি বি লিগ খেলেন। ২০১৭ সালে ভূটানে অনুষ্ঠিত ন্যাশনাল সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ ১৯ জাতীয় ফুটবল দলের হয়ে অংশ নেন কিরণ।

ছোটবেলা থেকেই নিজের ফুটবল আদর্শ হিসেবে মানতেন ফুটবলের রাজপুত্র আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে। ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসে প্রথমবারের মত ম্যারাডোনার সান্নিধ্যে আসেন তিনি।

২০১৮-১৯ সেশনে প্রথমবারের মত ফেডারেশন কাপ ফুটবলে আরামবাগের হয়ে খেলার সুযোগ পান। ২০১৯-২০ সেশনে দল পরিবর্তন করে যোগ দেন ৮৭ বছর ধরে ফাইনাল বঞ্জিত রহমতগঞ্জে।

ফেডারেশন কাপ ফুটবলে দারূণ খেলতে থাকা রহমতগঞ্জ সেমিফাইনালে ঢাকা মোহামেডান কে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে ওঠে। এতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিরণ।

আগামীকাল ৫ জানুয়ারী, রবিবার বিকাল ৫.৩০ এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল। ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ। এতে রহমতগঞ্জের হয়ে খেলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গর্ব কিরণ।

উল্লেখ্য, গতবছর জাবিতে অনুষ্ঠিত চ্যান্সেলর কাপ ফুটবলে আ ফ ম কামালউদ্দিন হল কে চ্যাম্পিয়ন করতে তার ভূমিকা ছিল অপরিসীম।

ট্যাগ:

ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে রহমতগঞ্জের হয়ে খেলবেন জাবির কিরণ

প্রকাশ: ০১:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০

আব্দুল মান্নান, জাবি প্রতিনিধি: মাহমুদুল হাসান কিরণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ তম ব্যাচ) একজন শিক্ষার্থী। পৈত্রিক নিবাস শেরপুর হলেও তার দ্বিতীয় বাড়ি হিসেবে পরিচিত জাবির আ ফ ম কামালউদ্দিন হল।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি দারূণ ঝোক ছিল তার। সেই ইচ্ছাশক্তি থেকেই ২০১২ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৭ম শ্রেণীতে ভর্তি হন।

সূর্যের কিরণের মত নিজের নামের প্রতিফলন ঘটাতে আর পিছনে ফিরে তাকাতে হয় নি তাকে।
২০১২ সালে নির্বাচিত হন “এয়ারটেল রাইজিং স্টার”। এয়ারটেল রাইজিং সটার হওয়ার সুবাদে ম্যানচেষ্টার ইউনাইটেডে অনুশীলন করার সুযোগ পান কিরণ।

২০১৭ সালে তিনি বি লিগ খেলেন। ২০১৭ সালে ভূটানে অনুষ্ঠিত ন্যাশনাল সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ অনূর্ধ ১৯ জাতীয় ফুটবল দলের হয়ে অংশ নেন কিরণ।

ছোটবেলা থেকেই নিজের ফুটবল আদর্শ হিসেবে মানতেন ফুটবলের রাজপুত্র আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে। ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক গেমসে প্রথমবারের মত ম্যারাডোনার সান্নিধ্যে আসেন তিনি।

২০১৮-১৯ সেশনে প্রথমবারের মত ফেডারেশন কাপ ফুটবলে আরামবাগের হয়ে খেলার সুযোগ পান। ২০১৯-২০ সেশনে দল পরিবর্তন করে যোগ দেন ৮৭ বছর ধরে ফাইনাল বঞ্জিত রহমতগঞ্জে।

ফেডারেশন কাপ ফুটবলে দারূণ খেলতে থাকা রহমতগঞ্জ সেমিফাইনালে ঢাকা মোহামেডান কে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মত ফাইনালে ওঠে। এতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিরণ।

আগামীকাল ৫ জানুয়ারী, রবিবার বিকাল ৫.৩০ এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল। ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ। এতে রহমতগঞ্জের হয়ে খেলবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গর্ব কিরণ।

উল্লেখ্য, গতবছর জাবিতে অনুষ্ঠিত চ্যান্সেলর কাপ ফুটবলে আ ফ ম কামালউদ্দিন হল কে চ্যাম্পিয়ন করতে তার ভূমিকা ছিল অপরিসীম।