Dhaka 11:43 am, Saturday, 2 December 2023

  • Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/page/header_design_two.php on line 68

রাবিতে রোভার স্কাউটের নতুন কমিটি, সভাপতি ওসমান, সাধারণ সম্পাদক আবু হোসাইন

  • Reporter Name
  • Update Time : 05:18:17 pm, Sunday, 17 March 2019
  • 131 Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়

হেদায়েত পাঠান, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের ৪১ তম ইউনিট কাউন্সিলে মো:ওসমান গনিকে সভাপতি এবং আবু হোসাইনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ১৬ ই মার্চ (শনিবার) বিকাল ৪ টা ৩০ মিনিটে রাবি রোভার স্কাউটের নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন গ্রুপ কাউন্সিলের সম্মানিত সম্পাদক মহা. নাসিম রেজা, সহযোগী অধ্যাপক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়। একই সাথে ৪০ ইউনিট কাউন্সিল বিলুপ্ত ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ কাউন্সিলের সাবেক সম্পাদক আবুল কালাম বাদশা, নূর ইসলাম বাবু (আরএসএল) এবং সৈয়দ তৌফিক জহুরী(আরএসএল)।

রোভার
ওসমান গনি, সভাপতি, রোভার স্কাউট সভাপতি

সদ্য বিদায়ী সভাপতি মো. মাসুদ রানা নতুন কমিটির উদ্দেশ্য বলেন,

“আজ ৪১ তম ইউনিট কাউন্সিল ঘোষণা করায় গ্রুপ কাউন্সিলের মাননীয় সম্পাদক মহা. নাসিম রেজা স্যারকে ধন্যবাদ জানাই। এই কাউন্সিলে স্যার এমন একজনকে সভাপতির দায়িত্ব দিয়েছেন যিনি আমার থেকে যোগ্য এবং তার নেতৃত্বে বর্তমান কাউন্সিল সুষ্ঠু ভাবে কার্যক্রম পরিচালনা করে রোভারকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘ নয় মাস সভাপতি থাকাকালীন সময়ের সকল ব্যর্থতা গুলো আমার এবং সফলতা গুলো তোমাদের। তোমরা এই রোভার স্কাউটকে যেমন পেয়েছো তার থেকে একটু শ্রেষ্ঠতর রেখে যাওয়ার চেষ্টা করবে। সর্বোপরি আমি ৪১ তম ইউনিট কাউন্সিলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।”

রোভার
আবু হোসাইন, সাধারণ সম্পাদক, রাবি রোভার স্কাউট

নবগঠিত ৪১ তম কাউন্সিলের সভাপতি মো:ওসমান গনি বলেন,

“রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। আমরা চেষ্টা করবো ৪০ তম ইউনিট কাউন্সিলের ধারাবাহিকতা রক্ষা করে প্রেসিডেন্ট রোভার স্কাউট( পি.আর.এস ) অর্জন করা। সেই সাথে সর্বপ্রথম চেষ্টা করবো নিজেদের আত্মউন্নয়নের। আশা করি ইউনিট কাউন্সিলের সদস্যরা এই কাজে আমাকে সহযোগিতা করবে। একই সাথে নবগঠিত ৪১ তম ইউনিট কাউন্সিলের সম্মানিত সদস্যদের আমার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ হোক সকলের পথচলা।”

নবগঠিত এই কাউন্সিলের সাধারণ সম্পাদক আবু হোসেন তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন,

“স্কাউটের মূল লক্ষ্য সেবা৷ একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেকে আরও দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং কার্যক্রম অপরিহার্য৷ ২০১৬ সালে রাবি রোভার স্কাউট গ্রূপে একজন সহচর হিসেবে আমার পদচারনা শুরু হলেও ২০১৯ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পিত হলো৷ আশা করি , সবার কার্যকরী সহযোগিতা পেলে নবগঠিত ৪১তম ইউনিট কাউন্সিল তাদের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে এবং শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের গতিধারা আরও একধাপ এগিয়ে যাবে৷”

৪১ তম কাউন্সিলের কমিটিতে নির্বাচিত হয়েছেন যারা, সভাপতি – মো. ওসমান গনি; সহ-সভাপতি (১) – আওয়াল হোসেন; সহ-সভাপতি (২) – মোঃ নাজমুল ইসলাম; সহ-সভাপতি (৩) – প্রিয়াঙ্কা মন্ডল; সাধারণ সম্পাদক – আবু হোসাইন; যুগ্ম সাধারণ সম্পদক – তবিবুর রহমান লিওন; কোষাধ্যক্ষ – মোঃ গাজিউল ইসলাম; সহ-কোষাধ্যক – শেখ মোহাম্মদ মোজাম্মেল হক; প্রচার ও প্রকাশনা সম্পাদক – মো. এনামুল ইসলাম; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক – মামুন রশিদ; পিআরএস ও পাঠক্রম সম্পাদক – হেদায়েত উল্লাহ পাঠান; পত্র-পত্রিকা ও অফিস ব্যবস্হাপনা সম্পাদক – তৌফিকুল ইসলাম; ক্রীড়া সম্পাদক – মাহপারা আক্তার রিফাত; বই ব্যাজ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক – মোঃ সাগর আলী; সাংস্কৃতিক সম্পদক – আল মামুন; সহকারী সাংস্কৃতিক সম্পাদক – আমিনুল ইসলাম; আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক – রিপা সাহা; সহকারী আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক – মো. রাসেল মিয়া বিদ্যুৎ; পানি ও উদ্দ্যান ব্যবস্থাপনা সম্পাদক – মোঃ রাশেদুজ্জাম খান ভান্ডার; সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক – মাসুম বিল্লাহ এবং, কার্যকারী সদস্য: সজীব মিয়া, বেল্টু মিয়া।


Notice: Trying to access array offset on value of type int in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_two.php on line 177

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

Notice: Undefined index: footer_custom_code in /home/nabajugc/public_html/wp-content/themes/NewsFlash-Pro/footer.php on line 87

রাবিতে রোভার স্কাউটের নতুন কমিটি, সভাপতি ওসমান, সাধারণ সম্পাদক আবু হোসাইন

Update Time : 05:18:17 pm, Sunday, 17 March 2019

হেদায়েত পাঠান, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের ৪১ তম ইউনিট কাউন্সিলে মো:ওসমান গনিকে সভাপতি এবং আবু হোসাইনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ১৬ ই মার্চ (শনিবার) বিকাল ৪ টা ৩০ মিনিটে রাবি রোভার স্কাউটের নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন গ্রুপ কাউন্সিলের সম্মানিত সম্পাদক মহা. নাসিম রেজা, সহযোগী অধ্যাপক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়। একই সাথে ৪০ ইউনিট কাউন্সিল বিলুপ্ত ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ কাউন্সিলের সাবেক সম্পাদক আবুল কালাম বাদশা, নূর ইসলাম বাবু (আরএসএল) এবং সৈয়দ তৌফিক জহুরী(আরএসএল)।

রোভার
ওসমান গনি, সভাপতি, রোভার স্কাউট সভাপতি

সদ্য বিদায়ী সভাপতি মো. মাসুদ রানা নতুন কমিটির উদ্দেশ্য বলেন,

“আজ ৪১ তম ইউনিট কাউন্সিল ঘোষণা করায় গ্রুপ কাউন্সিলের মাননীয় সম্পাদক মহা. নাসিম রেজা স্যারকে ধন্যবাদ জানাই। এই কাউন্সিলে স্যার এমন একজনকে সভাপতির দায়িত্ব দিয়েছেন যিনি আমার থেকে যোগ্য এবং তার নেতৃত্বে বর্তমান কাউন্সিল সুষ্ঠু ভাবে কার্যক্রম পরিচালনা করে রোভারকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দীর্ঘ নয় মাস সভাপতি থাকাকালীন সময়ের সকল ব্যর্থতা গুলো আমার এবং সফলতা গুলো তোমাদের। তোমরা এই রোভার স্কাউটকে যেমন পেয়েছো তার থেকে একটু শ্রেষ্ঠতর রেখে যাওয়ার চেষ্টা করবে। সর্বোপরি আমি ৪১ তম ইউনিট কাউন্সিলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।”

রোভার
আবু হোসাইন, সাধারণ সম্পাদক, রাবি রোভার স্কাউট

নবগঠিত ৪১ তম কাউন্সিলের সভাপতি মো:ওসমান গনি বলেন,

“রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। আমরা চেষ্টা করবো ৪০ তম ইউনিট কাউন্সিলের ধারাবাহিকতা রক্ষা করে প্রেসিডেন্ট রোভার স্কাউট( পি.আর.এস ) অর্জন করা। সেই সাথে সর্বপ্রথম চেষ্টা করবো নিজেদের আত্মউন্নয়নের। আশা করি ইউনিট কাউন্সিলের সদস্যরা এই কাজে আমাকে সহযোগিতা করবে। একই সাথে নবগঠিত ৪১ তম ইউনিট কাউন্সিলের সম্মানিত সদস্যদের আমার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ হোক সকলের পথচলা।”

নবগঠিত এই কাউন্সিলের সাধারণ সম্পাদক আবু হোসেন তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন,

“স্কাউটের মূল লক্ষ্য সেবা৷ একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেকে আরও দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং কার্যক্রম অপরিহার্য৷ ২০১৬ সালে রাবি রোভার স্কাউট গ্রূপে একজন সহচর হিসেবে আমার পদচারনা শুরু হলেও ২০১৯ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পিত হলো৷ আশা করি , সবার কার্যকরী সহযোগিতা পেলে নবগঠিত ৪১তম ইউনিট কাউন্সিল তাদের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে এবং শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের গতিধারা আরও একধাপ এগিয়ে যাবে৷”

৪১ তম কাউন্সিলের কমিটিতে নির্বাচিত হয়েছেন যারা, সভাপতি – মো. ওসমান গনি; সহ-সভাপতি (১) – আওয়াল হোসেন; সহ-সভাপতি (২) – মোঃ নাজমুল ইসলাম; সহ-সভাপতি (৩) – প্রিয়াঙ্কা মন্ডল; সাধারণ সম্পাদক – আবু হোসাইন; যুগ্ম সাধারণ সম্পদক – তবিবুর রহমান লিওন; কোষাধ্যক্ষ – মোঃ গাজিউল ইসলাম; সহ-কোষাধ্যক – শেখ মোহাম্মদ মোজাম্মেল হক; প্রচার ও প্রকাশনা সম্পাদক – মো. এনামুল ইসলাম; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক – মামুন রশিদ; পিআরএস ও পাঠক্রম সম্পাদক – হেদায়েত উল্লাহ পাঠান; পত্র-পত্রিকা ও অফিস ব্যবস্হাপনা সম্পাদক – তৌফিকুল ইসলাম; ক্রীড়া সম্পাদক – মাহপারা আক্তার রিফাত; বই ব্যাজ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক – মোঃ সাগর আলী; সাংস্কৃতিক সম্পদক – আল মামুন; সহকারী সাংস্কৃতিক সম্পাদক – আমিনুল ইসলাম; আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক – রিপা সাহা; সহকারী আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক – মো. রাসেল মিয়া বিদ্যুৎ; পানি ও উদ্দ্যান ব্যবস্থাপনা সম্পাদক – মোঃ রাশেদুজ্জাম খান ভান্ডার; সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক – মাসুম বিল্লাহ এবং, কার্যকারী সদস্য: সজীব মিয়া, বেল্টু মিয়া।