এনামুল হক ছোটন : মুক্তিযুদ্ধের অন্যতম কান্ডারী শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর স্মৃতিতে প্রতিষ্ঠিত উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে নবাগত ছাত্র ছাত্রীদের বরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ. কে.এম.আবদুর রফিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত -৩২৬ এর জাতীয় সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির আজীবন দাতা সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূইয়া, ময়মনসিংহের জেলা প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর পুত্রবধু ও কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য সৈয়দা মাহবুবা ইসলাম।
নবীন বরণ অনুষ্ঠানে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।