জাবি ভিসির সাথে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ

জাবি ভিসির সাথে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়স্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। রবিবার (০৯ এপ্রিল), উপাচার্যের সঙ্গে শিক্ষার্থী কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নের বিষয়ে বিশদ মতবিনিময় করেন তারা।

এসময়, সংগঠনটির নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন হৃদয় এবং সাধারণ সম্পাদক সাকিব হাসান নাঈমের সঙ্গে উপাচার্যের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন বিদায়ী কমিটির সভাপতি ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।

আলোচনার এক পর্যায়ে, ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন উপাচার্য নূরুল আলম। একইসঙ্গে, বিদায়ী কমিটির একাধিক কাজের প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, গত ০৭ এপ্রিল, ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্যগণ, উপদেষ্টা এবং সাবেক নেতৃবৃন্দের অনুমোদনক্রমে তৎকালীন সভাপতি দেলোয়ার হোসেন (৪৪ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান দীপ্ত (৪৪ ব্যাচ) স্বাক্ষরিত এক প্রেস বার্তায় পরবর্তী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটির দায়িত্ব দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী নাসির উদ্দিন হৃদয় এবং সাকিব হাসান নাঈমকে।

নতুন কমিটির অনুমোদন বার্তায় স্বাক্ষর করেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং উপদেষ্টা মো: সাঈদুজ্জামান সাঈদ (৩৬ ব্যাচ), অন্যতম প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা মো: আফাজ উদ্দিন (৩৯ ব্যাচ), মো: আমিনুল ইসলাম (৩৯ ব্যাচ), মো: শামীমুল ইসলাম (৩৯ ব্যাচ), সাবেক সভাপতি মিজানুর রহমান (৪০ ব্যাচ), মো শরিফুল ইসলাম (৪১ ব্যাচ), সাবেক সাধারণ সম্পাদক মো: শিশির আহমেদ (৩৯ ব্যাচ), মো: খাদিমুল ইসলাম (৪১ ব্যাচ), মো: ইউসুফ জামিল (৪২ ব্যাচ), সাবেক আহবায়ক শাহরিয়ার খান শামীম (৪৩ ব্যাচ), সাবেক মহাসচিব রিফাত আকন্দ অন্তর (৪৩ ব্যাচ)।

নবগঠিত কমিটির সভাপতি নাসির উদ্দিন হৃদয় বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার সকল শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি। বরাবরের ন্যায় সাফল্য ধরে রেখে সবার সম্মিলিত প্রচেস্টায় সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং শিক্ষার্থীদের সাথে নিবিড় যোগাযোগ রেখে তাদের  সকল সমস্যায় সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। আমাদের জেলা সমিতির সকল কার্যক্রমে উৎসাহ, পরামর্শ, সার্বিক সহযোগিতা ও পৃষ্টপোষকতা করে থাকেন যে মানুষটি, তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু ভাই। তাঁর প্রতি হৃদয়ের অন্তঃস্থল হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একইসাথে কৃতজ্ঞতা সদ্য সাবেক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান দীপ্ত ভাইয়ের প্রতি।”

সাধারন সম্পদক সাকিব হাসান নাঈম বলেন, “ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি পরিবার। তাই পরিবারের যেকোন সমস্যা সমাধানে সবার পরামর্শ নিয়ে কাজ করব। বিশেষ করে যাঁদের  আর্থিক সমস্যা তাদের জন্য সবার পরামর্শক্রমে উপবৃত্তির ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। সাবেক দায়িত্বশীল ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

নতুন কমিটিকে শুভকামনা জানিয়ে বিদায়ী কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “বন্ধুর জীবনের যেকোনো পর্যায়ে নিজ জেলার প্রতিনিধিত্ব করতে পারাটা ভীষণ আনন্দদায়ক এবং সীমাহীন প্রাপ্তির অনুভূতি জোগায়। আমার সৌভাগ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছি। চেষ্টা করেছি সবটুকুও সময় সাধারণ ছাত্রদের পাশে থাকতে। আমি আশাবাদী নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত স্নেহের অনুজেরা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন পূর্বক একটি সফল কমিটি উপহার দিবে।”

এছাড়া, ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক, সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু মুঠোফোনে যুক্ত হয়ে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান বলে জানা গিয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*