নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিশালে পারফেক্ট মডেল স্কুলে দুর্নীতি বিরোধী শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ নভেম্বর, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, পারফেক্ট মডেল স্কুল এর প্রধান শিক্ষক জনাব সাইফুল আলম তুহিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি জনাব খোরশিদুল আলম মজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার শহিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেজাউল করিম সুমন, সঞ্জীবন, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল, অপরাধ বার্তা সাংবাদিক আবু রায়হান এবং এমদাদুল হক বাদল, সঞ্জীবন ত্রিশাল উপজেলা শাখার সহ সভাপতি রুবায়েত হোসাইন রুসাত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি জনাব খোরশিদুল আলম মজিব বলেন,
“আমাদের সবাইকে সচেতন করতে হবে, এই সচেতনতা শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে বুলি আওড়িয়ে নয়! সবাইকে পরকাল সম্পর্কেও সচেতন করতে হবে। দুর্নীতি-হারামের টাকায় যে সন্তান লালিত হয়, তা সত্যিকারের মানুষে পরিণত হয়না। কুলাঙ্গারই হয়! এই কথাটা সবাইকে বুঝতে হবে, বুঝাতে হবে। ছেলেমেয়েরা এতো উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রোগ্রাম করছে, বাচ্চা বাচ্চা এই শিশুদের মস্তিস্কে দুর্নীতি বিরোধী বীজ শক্তিশালীভাবে বপন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিন বলেন,
“ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশে দুর্নীতি আর থাকবেনা। আজকে আমরা বাচ্চাদের নিয়ে এই আয়োজনের মাধ্যমে তাঁদের শিশুমনে দুর্নীতির বিরোধীতায় প্রথম বীজ বপন করার চেষ্টা করলাম। ধীরে ধীরে এই বীজ থেকেই দুর্নীতি বিরোধী শক্তিশালী বৃক্ষের সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আর তখনই কেবলমাত্র অর্জন সম্ভব হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।”
অনুষ্ঠানে ছেলেমেয়েদের মধ্য থেকে দুর্নীতি বিরোধী কবিতা পাঠ, রচনা লিখন, উপস্থিত বক্তব্য সহ প্রভৃতি বিষয়ের উপর প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি টানা হয়।