প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঃ
বাঙালির আস্থা ও আশা-ভরসার প্রতীক শেখ হাসিনা মানুষের মণি কোঠায় ঠাঁই করে নিয়েছেন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ হাসিনা হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম।
এ উপলক্ষে বেলা বারটায় শেখ হাসিনা হলে “জননেত্রী শেখ হাসিনা: জীবন ও কর্ম ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবার থেকে রাজনীতি শিখেছেন। পরিণত রাজনীতিবিদ শেখ হাসিনা তাঁর দূরদৃষ্টি নেতৃত্বের গুণে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধির পথে অগ্রসর করছেন। বিশ্বে এখন তিনি উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছেন। পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, উড়াল সড়ক ও মেট্রো রেল ব্যবস্থা গড়ে তুলে তিনি বাঙালির স্বপ্ন জয় করেছেন। বাঙালির আস্থা ও আশা-ভরসার প্রতীক হিসেবে তিনি মানুষের মণি কোঠায় ঠাঁই করে নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ছিলেন। তার সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক চেতনার উল্লেখ পরিবার থেকেই ঘটেছিল। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বড় পরিসরের রাজনৈতিক অঙ্গনে তিনি সুদৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। নিজেকে গড়ে তুলেছেন অভিজ্ঞ ও পরিণত রাজনীতিবিদ হিসেবে। শেখ হাসিনা আঞ্চলিক গণ্ডি অতিক্রম করে বিশ্বনেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নাম এখন সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। এই সুনাম ও কৃতিত্ব শেখ হাসিনার মাধ্যমে অর্জিত হয়েছে। আমরা এ জন্য শেখ হাসিনার কাছে ঋণী। তিনি আমাদেরকে ধন্য করেছেন।
শেখ হাসিনা হলের প্রভোস্ট হোসনে আরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল্লা হেল কাফী, ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম ফিরোজ-উল-হাসান, সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনি সহ প্রমুখ।