অনলাইন আইডিয়া জমাদান পর্ব, সেমি ফাইনাল পর্ব ও ফাইনাল পর্ব এ তিনটি ধাপে অনুষ্টিত হবে প্রতিযোগিতা । ২৩ ডিসেম্বর গ্রান্ড ফিনালের মাধ্যমে পর্দা নামবে প্রতিযীগিতার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল দুবাই, লন্ডন, সিঙ্গাপুর অথবা বিশ্বের ১৬ টি শহরে অনুষ্ঠিত রিজিওনাল ফাইনালের নিজের পছন্দমত যেকোন একটি তে অংশগ্রহণের সুযোগ পাবে। রিজিওনাল ফাইনালে চ্যাম্পিয়ন হলে জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অনুষ্ঠিত গ্লোবাল ফাইনালে অংশ নিতে পারবে। গ্লোবাল ফাইনালের চ্যাম্পিয়ন দল পাবে এক মিলিয়ন মার্কিন ডলার। (বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে আট কোটি)। ক্যাম্পাস ডিরেক্টর মৃত্তিকা সমাদার প্রমা দৈনিক নবযুগকে এ তথ্য জানান।
এ বছরের প্রতিযোগিতার চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়েছে – ‘পরিবেশ বান্ধব ব্যবসায় উদ্যোগ যা আগামী এক দশকের মধ্যে দশ হাজার ভোক্তার কাছে পৌছাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হাল্ট প্রাইজের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আইডিয়া জমা দিতে হবে।
হাল্ট প্রাইজের ওয়েবসাইট লিংক-
www.hultprizeat.com/