শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ন
রবিউল হাসান, জাবি প্রতিনিধিঃ
আগামী দুই মাসের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটি নতুন হল উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীদের সেখানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নুরুল আলম।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম।
তিনি বলেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণরুম শব্দটি শুনতে চাইনা। অচিরেই আমরা নির্মাণাধীন নতুন হলগুলো উদ্বোধনের উদ্যাোগ গ্রহণ করেছি। আগামী দুই মাসের মধ্যে নতুন একটি ছাত্র এবং ছাত্রী হল উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীদেরকে সেখানে রাখার ব্যাবস্থা করব।
উক্ত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জাবির উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, জাবিসাসের বিদায়ী উপদেষ্টা শেখ তৌহিদুল ইসলাম, নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ফরিদ আহমদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম. ফিরোজ উল হাসান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএএম/
Leave a Reply