০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভর্তিচ্ছুদের সহায়তাকল্পে জাবি ছাত্রলীগের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করার লক্ষ্যে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শাখা ছাত্রলীগের উদ্যেগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ১৬ টি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকল প্রকার সাহায্য প্রদানের বিষয়ে আলোচনা করেন। এছাড়া, দূরদুরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসন ব্যবস্থা, ক্যাম্পাস পরিচিতি, প্রয়োজনীয় জিনিসপত্রের নিরাপত্তা,প্রয়োজনে তাদের খাবারের নিশ্চয়তা প্রদানসহ সকল প্রকারের সহায়তা প্রদানের লক্ষ্যে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভায় মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ আরও অনেকে।

ট্যাগ:
জনপ্রিয়

ভর্তিচ্ছুদের সহায়তাকল্পে জাবি ছাত্রলীগের মতবিনিময়

প্রকাশ: ০৯:২৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করার লক্ষ্যে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শাখা ছাত্রলীগের উদ্যেগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ১৬ টি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকল প্রকার সাহায্য প্রদানের বিষয়ে আলোচনা করেন। এছাড়া, দূরদুরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসন ব্যবস্থা, ক্যাম্পাস পরিচিতি, প্রয়োজনীয় জিনিসপত্রের নিরাপত্তা,প্রয়োজনে তাদের খাবারের নিশ্চয়তা প্রদানসহ সকল প্রকারের সহায়তা প্রদানের লক্ষ্যে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

উক্ত মতবিনিময় সভায় মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ আরও অনেকে।