০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কার্যক্রম শুরু করলো ‘ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরাম’

  • আপডেট: ০৩:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • 113

টেকসই উন্নয়নের লক্ষ্যে গ্রামভিত্তিক উন্নয়নের রূপরেখা প্রণয়নের ঘোষণা দিয়েছে প্রগতিশীল বিশেষায়িত সংস্থা ‘ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরাম।’

মঙ্গলবার (৯ জুলাই) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরামের চীফ রিসার্চ কো-অর্ডিনেটর ড. জাহাঙ্গীর আলম ও চীফ অর্গানাইজার মেহেদী কাউসার ফরাজী।

বিবৃতিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার সুপ্রাচীন ভৌগলিক ঐতিহ্য ও অপার সম্ভাবনাময় ফুলবাড়ীয়া উপজেলার গ্রামভিত্তিক উন্নয়নের রূপরেখা প্রণয়ন ও গবেষণা রিপোর্ট প্রকাশের মাধ্যমে জনগণ ও সরকারের মধ্যকার প্রশাসনিক দূরত্ব ঘুচিয়ে সুচিন্তিত, গবেষণাভিত্তিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে “ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরাম” -এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

তারা বলেন, ফুলবাড়ীয়া উপজেলার একঝাঁক উচ্চশিক্ষিত ও মেধাবী তরুণের সমন্বয়ে সকল স্তরের মানুষের অংশীদারিত্বের ভিত্তিতে গণমানুষের প্রকৃত উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের নিমিত্তে নিবিড় গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালিত করবে এই ফোরাম।

এছাড়াও উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি গ্রামে প্রয়োজনীয় সংখ্য “রিসার্চ কো-অর্ডিনেটর”, “রিসার্চ ফেলো” ও “স্বেচ্ছাসেবী গবেষক” নিযুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগ:

কার্যক্রম শুরু করলো ‘ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরাম’

প্রকাশ: ০৩:২২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

টেকসই উন্নয়নের লক্ষ্যে গ্রামভিত্তিক উন্নয়নের রূপরেখা প্রণয়নের ঘোষণা দিয়েছে প্রগতিশীল বিশেষায়িত সংস্থা ‘ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরাম।’

মঙ্গলবার (৯ জুলাই) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরামের চীফ রিসার্চ কো-অর্ডিনেটর ড. জাহাঙ্গীর আলম ও চীফ অর্গানাইজার মেহেদী কাউসার ফরাজী।

বিবৃতিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার সুপ্রাচীন ভৌগলিক ঐতিহ্য ও অপার সম্ভাবনাময় ফুলবাড়ীয়া উপজেলার গ্রামভিত্তিক উন্নয়নের রূপরেখা প্রণয়ন ও গবেষণা রিপোর্ট প্রকাশের মাধ্যমে জনগণ ও সরকারের মধ্যকার প্রশাসনিক দূরত্ব ঘুচিয়ে সুচিন্তিত, গবেষণাভিত্তিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে “ফুলবাড়ীয়া উন্নয়ন ফোরাম” -এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

তারা বলেন, ফুলবাড়ীয়া উপজেলার একঝাঁক উচ্চশিক্ষিত ও মেধাবী তরুণের সমন্বয়ে সকল স্তরের মানুষের অংশীদারিত্বের ভিত্তিতে গণমানুষের প্রকৃত উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের নিমিত্তে নিবিড় গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালিত করবে এই ফোরাম।

এছাড়াও উক্ত কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি গ্রামে প্রয়োজনীয় সংখ্য “রিসার্চ কো-অর্ডিনেটর”, “রিসার্চ ফেলো” ও “স্বেচ্ছাসেবী গবেষক” নিযুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।