০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প; সেবা পেলেন তিন শতাধিক

  • আপডেট: ০১:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • 207

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া গ্রামে মৌলবি খলিলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) সংশ্লিষ্ট গ্রামের প্রত্যয় একাডেমী স্কুল প্রাঙ্গণে সকাল ০৯ টা হতে বিকেল ০৩ টা অবধি আয়োজিত এই ক্যাম্পেইনে পার্শ্ববর্তী দশটি গ্রামের প্রায় তিন শতাধিক দরিদ্র গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দাতব্য মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আল মামুন; সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মো: শফিক রায়হান; একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার শামীম আহমেদ শাওন; এবং, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার তানজিনা আফরিন।

ফ্রি ক্যাম্পেইনে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে ডাক্তার আল মামুন বলেন, “সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রম পরিচালনার জন্য মৌলবি খলিলুর রহমান ফাউন্ডেশন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। একই সাথে, ধন্যবাদ জানাচ্ছি এলাকার উদ্যমী তরুণদের প্রতি। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন সুষ্ঠুভাবে করা সম্ভবপর হয়েছে। ক্যাম্পেইনের গোটা সময় ধরে তরুণেরা যেভাবে সাহায্য করেছেন, তা সত্যিই অসাধারণ! ব্যক্তিগতভাবে আমি সবসময়ই এ ধরণের দাতব্য কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকতে পছন্দ করি। এই কাজগুলোই আমাদেরকে সাধারণ মানুষের সাথে মিশতে সাহায্য করে, তাঁদের দুঃখ-দুর্দশা কাছ থেকে অনুধাবনের সুযোগ করে দেয়। তাই, আমাকে এখানে আমন্ত্রণ জানানোয় মৌলবি খলিলুর রহমান ফাউন্ডেশনের কর্তাব্যক্তিদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তাঁদের এমন উদ্যোগে আমি পাশে থাকবো, ইনশাআল্লাহ।”

এছাড়া, নব-গঠিত এই প্রতিষ্ঠানটির এমন দাতব্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন এলাকার সকলেই। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরণের সেবামূলক কর্মকান্ড অব্যহত রাখবে বলেই তাঁদের প্রত্যাশা।

ট্যাগ:

সোনাইমুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প; সেবা পেলেন তিন শতাধিক

প্রকাশ: ০১:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া গ্রামে মৌলবি খলিলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) সংশ্লিষ্ট গ্রামের প্রত্যয় একাডেমী স্কুল প্রাঙ্গণে সকাল ০৯ টা হতে বিকেল ০৩ টা অবধি আয়োজিত এই ক্যাম্পেইনে পার্শ্ববর্তী দশটি গ্রামের প্রায় তিন শতাধিক দরিদ্র গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দাতব্য মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আল মামুন; সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মো: শফিক রায়হান; একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার শামীম আহমেদ শাওন; এবং, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, গাইনী বিশেষজ্ঞ ডাক্তার তানজিনা আফরিন।

ফ্রি ক্যাম্পেইনে অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে ডাক্তার আল মামুন বলেন, “সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রম পরিচালনার জন্য মৌলবি খলিলুর রহমান ফাউন্ডেশন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। একই সাথে, ধন্যবাদ জানাচ্ছি এলাকার উদ্যমী তরুণদের প্রতি। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন সুষ্ঠুভাবে করা সম্ভবপর হয়েছে। ক্যাম্পেইনের গোটা সময় ধরে তরুণেরা যেভাবে সাহায্য করেছেন, তা সত্যিই অসাধারণ! ব্যক্তিগতভাবে আমি সবসময়ই এ ধরণের দাতব্য কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকতে পছন্দ করি। এই কাজগুলোই আমাদেরকে সাধারণ মানুষের সাথে মিশতে সাহায্য করে, তাঁদের দুঃখ-দুর্দশা কাছ থেকে অনুধাবনের সুযোগ করে দেয়। তাই, আমাকে এখানে আমন্ত্রণ জানানোয় মৌলবি খলিলুর রহমান ফাউন্ডেশনের কর্তাব্যক্তিদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তাঁদের এমন উদ্যোগে আমি পাশে থাকবো, ইনশাআল্লাহ।”

এছাড়া, নব-গঠিত এই প্রতিষ্ঠানটির এমন দাতব্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন এলাকার সকলেই। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরণের সেবামূলক কর্মকান্ড অব্যহত রাখবে বলেই তাঁদের প্রত্যাশা।