এনামুল হক ছোটনঃ
দিন দিন শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহ জেলার গরীব, দুঃখী ও অসহায় শীতার্ত মানুষের ভোগান্তি বেড়ে গেছে। জেলার গরীব, দুঃখী, শ্রমিক, বৃদ্ধ ,বস্তিবাসী ও অসহায় সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারি সোমবার সকালে সদর উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ হতে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর সকল প্রকার সহায়তা তৃণমূলে সঠিক যাচাই বাচাই করে প্রদানের আহবান জানান, কোন রকম অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিডি এলজি জাহাঙ্গীর আলম, সদর উপজেলার চেয়ারম্যান আশরাফ হোসাইন , ডিআরও সানোয়ার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ প্রমুখ।