ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনামুল হক ছোটন:

বাংলাদেশ নারী কল্যাণ সমিতি ( পুনাক) ময়মনসিংহ জেলা এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারি শনিবার রাত ১০ টায় ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ( সোয়েটার) বিতরণ করা হয়। শীতবস্ত্র ( সোয়েটার) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ জেলার সভাপতি মিসেস কানিজ আহমার ।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, সহ-সভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ইসরাত তানজিয়া, ডাঃ শারমীন আক্তার, ফারহানা আক্তার, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহম্মার উজ্জামান বিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, রায়হানুল ইসলাম, হাফিজুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ কামাল আকন্দ,

ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, জেলা গোয়েন্দা শাখা( ডিবি) অফিসার ইনচার্জ( ওসি) সফিকুল ইসলাম, ১ নং পুলিশ ফাঁড়ী পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান সহ কোতোয়ালি ও ডিবি পুলিশের বিভিন্ন পুলিশ কর্মকর্তাগণ। প্রধান অতিথি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের সভাপতি মিসেস কানিজ আহমার বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। অসহায় মানুষের মাঝে আমাদের এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।

*