এনামুল হক ছোটন
বাংলাদেশের অনলাইন সম্পাদকদের একটি জনপ্রিয় ও শক্তিশালী সংগঠন হলো বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)। বনেক এর উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বরিশাল বিভাগের বনেকের নেতাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার ৬টার সময় বরিশাল পিপলসের প্রধান কাযালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বনেকের কেন্দ্রীয় কমিটির সভাপতি খায়রুল আলম রফিক ও উপদেষ্ঠা মিয়াজী সেলিম আহমেদ সহ বরিশাল বিভাগের জনপ্রিয় অনলাইনের পোটালের সম্পাদকবৃন্দগণ।
বনেকের কেন্দ্রীয় নেতারা বনেককে এগিয়ে নিতে এবং বনেকের কার্যক্রম তরান্বিত করতে আলোচনা সভায় বরিশাল বিভাগীয় বনেকের কমিটি গঠনের সিদ্ধান্তে উপনিত হয়।