অনলাইন ডেস্ক:
যুবলীগের কোনো নেতা-কর্মী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন যুবলীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে মতলব উত্তরের নিশ্চিন্তপুরে নিজের বাড়িতে তিনি এ কথা বলেন।
নিখিল বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষের কল্যাণে রাজনীতি করেন। তিনি ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। কোনো মাদকাসক্ত, মাদক কারবারি ও চাঁদাবাজের স্থান যুবলীগে নেই।
চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা যুবলীগ সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে নিখিল তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে বাড়িতে আসা নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান অ্যাড জাহিদুল ইসলাম রোমান, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নূরুজ্জামান সরকার দুলাল প্রমুখ।