বিশেষ প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রকোপের কারণে দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট। এই সংকটকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জনাব আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক জনাব লেখক ভট্টাচার্যের নির্দেশনায় ময়মনসিংহের ফুলপুরের রূপসী ইউনিয়নের এক গরিব কৃষকের জমির ধান কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মাহমুদুল কবির রুমন।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,
“রাজনীতি করি মানুষের উপকারের জন্য! করোনাকালীন সময় ঐ অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী এবং একজন কৃষিবিদ হিসেবে নিজের কাছে অনেক ভালো লেগেছে। এভাবেই ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যেতে চাই।”