কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে জামিন আবেদন করেছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল পৌনে চারটার দিকে হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন।
এরআগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জামিন আবেদন প্রস্তুত করা হয়। জামিন পেলে চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান বেগম খালেদা জিয়া, বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে বেগম জিয়ার জামিনে মু্ক্তির বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বেগম জিয়ার জামিনের জন্য উচ্চ আদালতে আবারও আবেদন করবেন তার আইনজীবীরা।