বৈধ উপাচার্যের দাবিতে দেড় ঘণ্টা অবরুদ্ধ রাখার পর ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আলোচনায় বসেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৪১৭ নম্বর কক্ষে এই আলোচনা শুরু হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক রনি আহমেদ বলেন, ‘আমাদের বৈধ উপাচার্য দেন। আপনার আলাদা মতাদর্শ থাকতে পারে, আপনি রাজনীতি করেন। কিন্তু আমাদের নিয়ে দয়া করে রাজনীতি করবেন না, আপনার পায়ে ধরি। দেশ ঠিক করার আগে, দয়া করে নিজের ঘর ঠিক করেন। আমাদের দাবি যদি মেনে না নেন, আপনি যদি কথা দিয়ে কথা না রাখেন, আপনাকেও আমাদের সঙ্গে ক্যাম্পাসে থাকতে হবে। না হলে আমরা আপনার বাসার সামনে গিয়ে থাকব।’
আলোচনা সঞ্চালনায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সম্বোধন করে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ বলেন, ‘আপনাকে দেশের মানুষ অনেক সম্মান করে, আপনি দয়া করে হিটলারের মতো আচরণ করবেন না। হিটলারকে সারা পৃথিবীর মানুষ ঘৃণা করে। এমন সময় যেন তৈরি না হয় যেন আপনাকেও আমাদের অসম্মান করতে হয়। তাই আপনি আজ এখানেই আমাদের সমস্যার সমাধান করে যাবেন।’
আলোচনায় সাধারণ ছাত্র পরিষদের অন্যতম নেতা শেখ খোদার নূর রনি বলেন, ‘আমাদের কেন বৈধ উপাচার্যের দাবিতে আন্দোলন করে সময় নষ্ট করতে হবে? আমাদের কি ক্যারিয়ার নাই? আপনারা কেন একজন মানুষকে সম্মান করতে গিয়ে হাজার হাজার শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিচ্ছেন। আপনারা জিমনেশিয়ামের জন্য জায়গা দিতে পারেন অথচ ফিজিওথেরাপির জন্য জায়গা দিতে পারেন না। তাই আপনি আমাদের সমস্যার সমাধান না দিয়ে বের হতে পারবেন না।’
এর আগে শিক্ষার্থীদের দাবির মুখে অবরুদ্ধ হয়ে পড়েন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রশাসনিক কর্মকর্তারা। কেন্দ্রীয় ছাত্র সংসদের বার্ষিক সাধারণ বাজেট সংক্রান্ত সভায় তারা এই তোপের মুখে পড়েন।