নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে কিছুটা ধারণা দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ঢাকার দুইটি মূল সমস্যার দিকে এবার নজর দিতে চান তিনি। মেয়র প্রার্থী আতিক জানিয়েছেন, ঢাকার যানজট নিরসন ও সবুজায়নই এবার প্রাধান্য পাবে তাঁর ইশতেহারে। পাশাপাশি অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোও তিনি তুলে আনবেন নিজের নির্বাচনী প্রচারণায়।
শনিবার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এখন পর্যন্ত সব দলের মেয়র প্রার্থীদের মধ্যে সর্বপ্রথম আতিকুল ইসলামই নিজের ইশতেহার নিয়ে কথা বলেছেন। ঢাকা উত্তরে আতিকের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল এখনো এ বিষয়ে কিছু জানান নি। একইভাবে এখন পর্যন্ত নীরব আছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।