ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন ফরম নিতে এসে অশ্রুসজল চোখে, আবেগাপ্লুত কণ্ঠে ঢাকাসহ দেশবাসীর দোয়া চেয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
তিনি বলেন, আজকে রাজনীতিতে আমার জন্য একটু কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময়ে প্রিয় দেশবাসী, ঢাকাবাসী আমার জন্য দোয়া করবেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিভাবক হিসেবে মান্য করার কথা জানিয়ে তিনি বলেন, আমার পিতা মেয়র মোহাম্মদ হানিফের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, আজ পিতা নাই। পিতা হারিয়েছি। পিতার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমার জন্য তিনি যা ভালো মনে করবেন সেটাই করবেন।
গত সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তন হয়েছে দাবি করে মেয়র বলেন, আমি অনেক কাজ করেছি। কিছু কাজ বাকি আছে। আমি যেনো বাকি কাজ শেষ করে যেতে পারি।
খোকন বলেন, আজকে ঢাকাবাসীর কাছে দোয়া চাই, আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি। আজকে কঠিন সময়ে দেশের মানুষ যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে ইনশাল্লাহ আগামী ৫ বছর আমি আপনাদের পাশে থাকবো।
এর আগে বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন দুই সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম। দফজলে নূর তাপস দলীয় মনোনয়ন নেয়ায় নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে সরকারদলীয় প্রার্থী নিয়ে।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস দলীয় সংকেত পেয়েই মনোনয়পত্র সংগ্রহ করেছেন বলে মনে করছেন অনেকে। এক্ষেত্রে বর্তমান মেয়র সাঈদ খোকন এবার মনোনয়ন বঞ্চিত হতে পারেন কেউ কেউ বলছেন। তবে শেষ পর্যন্ত দল কাকে বেছে নেবে এটি জানা যাবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকের পর। ফজলে নূর তাপস মনোনয়নপত্র কিনলেও এতে উদ্বিগ্ন নন সাঈদ খোকন। তিনি আশাবাদী দল তাকে মনোনয়ন দেবে।
মেয়র পদে ফরমের দাম ২৫ হাজার টাকা। ফরম বিতরণ আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলবে। আবেদনপত্র জমা দিতে হবে আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে।
দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।