নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় পলাতক জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার ঘোলদাড়ি বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামায়াতের চার নেতাকর্মী হচ্ছেন, আলমডাঙ্গা উপজেলার ভেদামারি গ্রামের মোফাজ্জেল মুন্সীর ছেলে জামায়েতের ওয়ার্ড আমির ফাওজুল মুন্সী (৩৮), জাহাপুর গ্রামের ভাগ্যবান মল্লিকের ছেলে জামায়াত নেতা দুধ মল্লিক (৬০), জোড়গাছা গ্রামের মৃত আকবর আলীর ছেলে কাদের আলী (৪৯) ও একই গ্রামের মৃত তোফাজ্জেল মুন্সীর ছেলে রেন্টু মুন্সী (৪৭)।
আলমডাঙ্গা থানার অফিসার (ওসি) সৈয়দ আশিকুর রহমান তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামায়েতের নেতাকর্মীরা ঘোলদাড়ি বাজারে গোপন বৈঠক করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় নাশকতার মামলায় পলাতক জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা জামায়েতের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।